বন্যায় মৃত ২৮জনের পরিবারকে ২লক্ষ সাহায্য, ‘মানুষ মারছে ডিভিসি’ তোপ মুখ্যমন্ত্রীর
2 lakh aid to the families of 28 people who died in the flood, 'People are killing DVC' cannon of the Chief Minister

Truth of Bengal : জল ছেড়ে মানুষ মারছে ডিভিসি, কেন্দ্রীয় সংস্থা ডিভিসিকে বেচে দেওয়ার চেষ্টা চলছে। কেন্দ্রের সরকার বেসরকারিকরণের ষড়যন্ত্র করছে। বানভাসি বীরভূমে দাঁড়িয়ে আবারও ম্যান মেড বন্যার কথা তুলে ধরে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ২বছরের ওপর জলাধার ড্রেজিং না করেই জল ছেড়েছে ডিভিসি। তাই বন্যায় বিপন্ন মানুষদের সর্বোতভাবে পাশে থাকার জন্য প্রশাসনের কর্তাদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার তিনি জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। উচ্চ পর্যায়ের বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক বিধান চন্দ্র রায়, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সহ নানা স্তরের জনপ্রতিনিধিরা। উচ্চ পর্যায়ের বৈঠকে মূলতঃ ত্রাণ–উদ্ধারকাজের মতোই পুনর্গঠনেও নজর দেওয়া হয়। ১লক্ষ ৭০ হাজার কোটি টাকা কেন্দ্রীয় বঞ্চনাও কেন্দ্রীয় চক্রান্ত সত্ত্বেও রাজ্য দুর্গতদের ঘুরে দাঁড়ানোর পথে সাহায্য করতে চায়। বৈঠকের পর বন্যায় মৃতদের পরিবারকে ২লক্ষ টাকা করে অর্থসাহায্য দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর সার্বিক পুনর্গঠনের কথাও উল্লেখ করেন।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ১৩ বছরে ৫০ লক্ষ বাড়ি হয়েছে। আরও ৫০ লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার, বাড়ি তৈরির টাকা না দেওয়ায় রাজ্যই এই বাড়ি নির্মাণে উদ্যোগী হবে বলে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গৃহহীনদের স্বচ্ছতার সঙ্গে বাড়ি নির্মাণে জোর দেন।জল নামলেই পঞ্চায়েত বাড়ি তৈরির সমীক্ষা করবে। কেউ যাতে ফাঁকা আকাশের নীচে না থাকেন,কাউকে যাতে অসহায় অবস্থায় কাটাতে না হয় সেজন্য প্রশাসনকে রাজনীতির রং না দেখে বাড়ি নির্মাণে সক্রিয় হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।