বন্যা পরিদর্শনের সময় স্পিডবোট উল্টে নদীতে জেলাশাসক সহ ১২ জন, নিখোঁজ ১
12 people including District Magistrate, 1 missing, speedboat overturned in river during flood inspection

Truth Of Bengal: বন্যা পরিদর্শনের সময় স্পিডবোট থেকে নদীতে পড়ে যান তিন জনপ্রতিনিধি সহ বীরভূমের জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। উদ্ধার অভিযানের পর তাঁদের বের করা হয়েছে, কিন্তু এখনও এক জনের খোঁজ মেলেনি। বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
বন্যা পরিদর্শনের সময় স্পিডবোট উল্টে নদীতে জেলাশাসক সহ ১২ জন, নিখোঁজ ১ pic.twitter.com/OizUwRzZ8I
— TOB DIGITAL (@DigitalTob) September 18, 2024
স্থানীয় সূত্র অনুযায়ী, বীরভূমের লাভপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন প্রায় ১৩ জন প্রশাসনিক কর্তা। লাভপুরের ১৫টি গ্রাম জলের নীচে এবং অনেক মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। ছয় থেকে সাতটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কুয়ে নদীর জল বেড়ে যাচ্ছে। জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, সাংসদ সামিরুল ইসলাম, অসিত মাল, এবং লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্যরা যখন বিপর্যস্ত গ্রামগুলির খবর নিতে যাচ্ছিলেন, তখন স্পিডবোট উল্টে যায়। পুলিশ সুপার বাদে বাকি সবাই জলে পড়ে যান। এই ঘটনায় স্থানীয় মানুষ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত উদ্ধার কাজে নেমে পড়ে।
সর্বশেষ খবর অনুযায়ী, এক জন ব্যতীত সবাইকে উদ্ধার করা গেছে এবং তাঁরা এখন সুস্থ আছেন। তবে ঘটনার হঠাৎ ঘটে যাওয়ায় তাঁরা কিছু বলতে চাননি। এই দুর্ঘটনা বন্যা পরিস্থিতির মধ্যে এলাকায় আরও উদ্বেগ বাড়িয়েছে।