
The Truth of Bengal: অগাস্টে রেলকর্তাদের মতোই বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল কথা দেন,দ্রুত আধুনিকতার ছোঁয়ায় মুড়ে ফেলা হবে আসানসোল স্টেশনকে। অমৃত ভারত স্টেশনের মর্যাদাদানের প্রতিশ্রুতি দেওয়া হয় স্টেশন চত্বরে গড়ে তোলা হবে শপিং মল থেকে আধুনিক ফুড কোর্ট।থাকবে যাত্রীদের বিলাস বহুল নিবাসের ব্যবস্থা।আধুনিকীকরণের জন্য ৪৩১ কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতও দেওয়া হয়।কিন্তু কোথায় কী ? কিন্তু ৩মাস কেটে গেলেও আসানসোলের ভোলবদলের কাজ হয়নি।
উল্টে ব্যস্ততম স্টেশনে এখনও বিপদের ইঙ্গিত দিয়ে রয়েছে জীর্ণ জলট্যাঙ্ক।বর্ধমান স্টেশনে দুর্ঘটনার পর হুঁশ ফিরল রেলপ্রশাসনের।বিলম্বে হল বোধদয়।সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে থাকা ৪৮টি জল ট্যাঙ্কের মধ্যে ১২টি জল ট্যাঙ্ক ভেঙে ফেলা হবে। যারমধ্যে ৮টি জলট্যাঙ্ক রয়েছে আসানসোল ডিভিসনেই। ব্রিটিশ আমলে তৈরি জল ট্যাঙ্ক এতদিন কেন সংস্কার করা হয়নি ? কেন বেহাল ট্যাঙ্কের পুণঃনির্মাণ বা পুর্নগঠন করা হয়নি তা নিয়েও যাত্রীসাধারণের মধ্য থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তথ্য বলছে, পশ্চিমবঙ্গে মোট ১৬টি রেল স্টেশনের আধুনিকীকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে রেল মন্ত্রী। রাজ্যের সব স্টেশনের কিছুদিনের মধ্যেই আধুনিকীকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজেপির বিধায়করা দাবি করছেন।কিন্তু এখনও কেন রেল স্টেশনগুলোর আধুনিক মাণের পরিকাঠামো নির্মাণ সম্ভব হল না তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।