রাজ্যের খবর

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১, তদন্তে পুলিশ

1 dead in a terrible road accident, police investigating

The Truth Of Bengal: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। এই ঘটনায় মৃত্যু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি শুক্রবার রাতে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ে রাস্তা পারাপার করছিল। ঠিক সেই সময় একটি লড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মেরে, তার মাথার উপর দিয়ে চলে যায়। এই দেখে স্থানীয়রা তৎক্ষণাৎ দৌড়ে এসে প্রথমে পুলিশে খবর দেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ।

এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি। তাই তার নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। অপরদিকে ওই এলাকার সিসি টিভি ফুটেজ দেখে ঘাতক লড়ির খোঁজ শুরু করে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

FREE ACCESS

Related Articles