রাজ্যের খবর

মেলা চলাকালীন মন্দির ভেঙে মৃত ১শিশু

1 child died after the temple collapsed during the fair

The Truth Of Bengal: মেলা দেখতে এসে আর ফেরা হল না বাড়ি। মন্দিরের মাথায় থাকা সিংহের মূর্তি ভেঙ্গে পড়ল শিশুর উপর। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুর। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার পূর্বচক ভিম একদসি উপলক্ষে ভিমপূজো উপলক্ষে ভীম মেলা চলছিল গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় মেলায় বাতাসা হরি লুট চলছিল। এরপর গ্রামের মানুষরা যখন হরি লুট এর বাতাসা কুড়াতে বেস্ত ঠিক সেই সময় হঠাৎ করেই এক দমকা বাতাসে ভেঙ্গে পড়ে মেলার পাশের কালী মন্দিরের মাথায় থাকা সিমেন্টের সিংহের মূর্তি। দুর্ভাগ্যবশত একটি ছোট্ট শিশুর উপর সিংহের মূর্তিটি ভেঙে পড়ে। এরপর তড়িঘড়ি শিশুটিকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে ‘মৃত’ বলে ঘোষণা করে।

এদিকে শিশু মৃত্যুর ঘটনায় শোক স্তব্ধ পুরো গ্রাম। বন্ধ শতাব্দী প্রাচীন এই মেলা। মৃত শিশুটিকে বুধবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

FREE ACCESS

Related Articles