ভিকি ও তৃপ্তির রোম্যান্স, ছবির শুটিংয়ের দৃশ্য ভাইরাল
Vicky and Tripti's romance, shooting scene of the film is viral

The Truth Of Bengal : ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে রাতারাতি খবরের শিরোনামে চলেছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি ডিমরি। এই মুহূর্তে রাশ্মিকা মন্দানার সঙ্গে তাঁকেও ন্যাশনাল সেনসেশন বলা হচ্ছে। রণবীর ও তৃপ্তির চুম্বন দৃশ্য রীতিমত ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই তৃপ্তিকে দেখা গেল ভিকি কৌশলের কোলে।‘অ্যানিম্যাল’র মুক্তির পর অভিনেত্রীর জনপ্রিয়তা প্রবল বেড়ে গিয়েছে। সেই কারণেই ছবিগুলো নেট মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
ছবিতে হলুদ অফশোল্ডার টপ আর স্কার্ট পরেছেন তৃপ্তি। ভিকির পরনে রয়েছে সাদা শার্ট ও প্যান্ট। ক্রোয়েশিয়ার সৈকতে প্রেমে মগ্ন দুই তারকা। কখনও ভিকির কোলে তৃপ্তিকে দেখা যাচ্ছে, আবার কখনও ভিকির সুঠাম শরীরের উপর শুয়ে পড়েছেন অভিনেত্রী। আর এসবই হচ্ছে একদম ক্যামেরার সামনে। খবরের সূত্রানুযায়ী, পরিচালক আনন্দ তিওয়ারির নতুন এক ছবির শুটিংয়ে জুটি বেধেছে এরা দুজনে। ক্রোয়েশিয়ায় সেই ছবির শুটিংয়ে এখন ব্যস্ত দুই তারকা।
প্রসঙ্গত ভিকির স্যাম বাহাদুর ও রণবীরের অ্যানিমেল একই দিনে মুক্তি পেয়েছিল। কিন্তু বক্স অফিস যুদ্ধে রণবীরের কাছে পর্যদুস্ত হয়েছেন ভিকি। বক্স অফিসে এখনও পর্যন্ত অ্যানিম্যালের কালেকশন ৭০০ কোটি ছাড়িয়ে গেছে। সেখানে স্যাম বাহাদুরের কালেকশন মাত্র ৭৮ কোটি টাকা। তাই, এখন অ্যানিম্যালে রণবীরের কো-স্টারকে নিয়ে হারের ঘা-য়ে প্রলেপ দিতে চাইছেন ভিকি কৌশল এমনটাই মনে করছেন বলিউডের সিনেপ্রেমীরা।
FREE ACCESS