Uncategorizedবিনোদন
Trending

ওয়েবে ডেবিউ মিমির, ধনঞ্জয়-এর পর ফের উকিল অবতারে মিমি চক্রবর্তী

Trailer of Jaha Bolib Satya Bolib starring Mimi Chakraborty and Tota Roy Chowdhury released

The Truth Of Bengal: মিমি চক্রবর্তী এবং টোটা রায়চৌধুরী অভিনীত যাহা বলিব সত্য বলিব সিরিজের ট্রেলার মুক্তি পেল। এই কোর্টরুম ড্রামায় তাঁদের দুজনকেই উকিলের চরিত্রে দেখা যাবে। ২০১৭ সালের ধনঞ্জয়-এর পর ফের উকিল অবতারে দেখা যাবে মিমিকে। তবে, কোনও সিনেমায় নয়, একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে যাহা বলিব সত্য বলিব।

২০১৭ সালে ধনঞ্জয় ছবিতে প্রথমবার উকিলের ভূমিকায় অভিনয় করেছিলেন টলিউড নায়িকা মিমি চক্রবর্তী। এবার পরিচালক চন্দ্রাশীষ রায়ের হাত ধরে ফের কোর্টরুম ড্রামায় অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী। তবে, কোনও সিনেমায় নয়, একটি সিরিজে আসছে যাহা বলিব সত্য বলিব। কিছুদিন আগে সামনে এসেছে সিরিজের ট্রেলার। এই সিরিজে মিমির সঙ্গে রয়েছেন টোটা রায়চৌধুরীও।

২০০৭ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে এগোবে সিরিজের গল্প। সেই বছর ৩১ ডিসেম্বর ঘটে যাওয়া একটি ঘটনাই উঠে আসবে সিরিজটিতে। এখানে অপরাধী এবং ভুক্তভোগী দুজনেই পুলিশ। এটি সম্পূর্ণ ভাবে একটি সত্য ঘটনার উপর ভিত্তি করেই বানানো হয়েছে বলে দেখানো হয়েছে ট্রেলারে। অপরাধীদের শাস্তি পাইয়ে দিতে মাঠে নামেন পৃথা রায় ওরফে মিমি চক্রবর্তী। তাঁর বিপরীতে পোড় খাওয়া উকিল জয়রাজ সিনহা থুড়ি সিংহ, ওরফে টোটা রায়চৌধুরী। এখন দেখার পালা এই দুঁদে উকিলের সঙ্গে আইনি লড়াইয়ে এঁটে উঠতে পারেন কিনা সদ্য পাশ করা উকিল পৃথা ওরফে মিমি চক্রবর্তী।

জানুয়ারি মাসে মুক্তি পাবে যাহা বলিব সত্য বলিব। এই প্রথমবার মিমি এবং টোটা একসঙ্গে স্ক্রিন ভাগ করবেন। ট্রেলার থেকে এটুকু স্পষ্ট যে টানটান রোমহর্ষক ঘটনার পরত খুলবে এই সিরিজে। আর এই সিরিজের হাত ধরে ওটিটি-তে ডেবিউ করছেন মিমি চক্রবর্তী। ফলে সবটা মিলিয়ে ট্রেলার রিলিজ পাওয়ার পর থেকে এই সিরিজ নিয়ে উন্মাদনার পারদ যে তুঙ্গে মিমির ফ্যানেদের তা বলাইবাহুল্য।

Free Access

Related Articles