Uncategorizedরাজ্যের খবর
Trending

ট্রাক্টরের আগুনে ধূলিসাৎ হল জমির ধান, ক্ষতির মুখে চাষিরা,

The incident of Birbhum's Nalhati police station, where paddy fields were burnt to ashes

The Truth OF Bengal:  জমির ধান পুড়ে ছাই হল জমিতেই। বীরভূমের নলহাটি থানার ঘটনা। জমিতে থাকা ট্রাক্টরের আগুনে পুড়ে যায় জমিতে মজুত রাখা ধান। স্বাভাবিক ভাবেই চিন্তায় চাষিরা।

জানা যাচ্ছে, ট্রাক্টরের আগুনে ধূলিসাৎ হল জমির ধান। ঘটনাটি ঘটেছে আজ বীরভূমের নলহাটি থানার ভদ্রপুর ও রদিপুর গ্রামের মাঝে।  ধান কেটে রাখা ছিল জমির মধ্যে। পাশে দাঁড়িয়ে ছিল ট্রাক্টর, হঠাৎ আগুন লেগে যায় আর সেই ট্রাক্টরের আগুনে জমিতে থাকা ধানে আগুন লেগে যায় আগুন লেগে পুড়ে যায়। স্থানীয়রা কোন রকম আগুন নিভিয়ে রক্ষা করে জমিতে থাকা ধান।

তবে এই ঘটনায় মজুত রাখা ধান পুড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।

Free Access

Related Articles