Uncategorized

দিওয়ালির রাতে উত্তরাখণ্ডে বড়সড় দুর্ঘটনা, টানেলের ভিতর আটকে ৩৬ জন শ্রমিক

Major accident in Uttarakhand, 36 workers trapped inside the tunnel

The Truth Of Bengal : পুজোর মরশুমে মেতে রয়েছে গোটা ভারত। দীপাবলি, দেওয়ালি সবটা নিয়ে বেশ জমজমাট ব্যাপার। দিওয়ালির দিনেই উত্তরাখণ্ডে বড়সড় দুর্ঘটনা। ভেঙে পড়ল নির্মীয়মান টানেল। টানেলের ভিতর আটকে রয়েছেন কমপক্ষে ৩৬ জন শ্রমিক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে SDRF দল।

এডিজি এপি অংশুমান জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। SDRF এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। রয়েছে পর্যাপ্ত পুলিশও। সুড়ঙ্গের ভিতর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ইতিমধ্যেই উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী দলের সদস্যরা’। SDRF সূত্রে জানা গিয়েছে টানেলে শ্রমিকদের জন্য পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার রয়েছে। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে টানেলে ভুমিধসে আটকে পড়েছেন ৩৬ জন শ্রমিক।

ভূমিধসের কারণে এ ঘটনা ঘটে বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে । যমুনোত্রী জাতীয় সড়কে রাস্তা তৈরির কাজ চলছে। এর আওতায সিল্কায়ারা থেকে দান্দলগাঁও পর্যন্ত একটি  টানেলও নির্মাণ করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল। টানেল থেকে শ্রমিকদের বের করা আনার  চেষ্টা চলছে।

 

FREE ACCESS

 

Related Articles