Uncategorized
Trending

দল বাছতে ভরসা আইপিএল! পারফরম্যান্স দেখে হবে খেলোয়াড় নির্বাচন

Hope to choose the team IPL! Player selection will be based on performance

The Truth Of Bengal: ২০২৪ সালের  টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন কোন প্লেয়ার কে পাওয়া যাবে বা কারা কারা পারফর্ম করবে তা বাছাই করার জন্য বোর্ডকে অপেক্ষা করতে হবে আইপিএল পর্যন্ত। কারণ জানুয়ারিতে যে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে সেই সিরিজে বেশ কয়েকজন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন না। তাদের চোট রয়েছে। তারপরেই রয়েছে আইপিএল । সেই আইপিএলের পারফর্ম দেখে খেলোয়াড় বাছাই হবে বলেই জানা গেছে ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল বেছে নেবার জন্য আইপিএলের খেলা কে দেখা হবে। আইপিএলে কোন খেলোয়ার কেমন পারফর্ম করবে তারপরেই বেছে নেওয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল , এমনটাই জানা গেছে। জানুয়ারিতে যে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে সেই সিরিজ দেখে বিশ্বকাপের দল বাছা হবে না তার কারণ বেশ কয়েকজন খেলোয়াড় চোটে জর্জরিত। জানুয়ারিতে তারা কজন ম্যাচ খেলতে পারবেন না। সেইসব খেলোয়াড়দেরকে আইপিএলেই একেবারে দেখা যাবে ২২ গজে। এ কারণে জানুয়ারির টি-টোয়েন্টি সিরিজ কে না দেখে দেখা হবে আইপিএলকে। তার পরেই বেছে নেওয়া হবে দল । আইপিএল শুরু হচ্ছে মার্চ মাসে শেষ হবে মে’ মাসে । সেই অনুযায়ী দল বেছে নেওয়া হবে বলেই বোর্ড সূত্রে জানা গেছে। হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদব জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না।  একেবারে আইপিএলে তাদেরকে দেখা যাবে ।

দুমাস ধরে চলতে থাকা এই আইপিএল এর প্রথম মাসেই বোঝা যাবে কোন খেলোয়ার কেমন ভাবে পারফর্ম করছে। আইপিএল শেষ হওয়ার দু সপ্তাহ পরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলের পারফর্মটাই বিশ্বকাপের প্রতিফলিত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত বিরাটকে পাওয়া যাবে বলেই জানা গেছে। ২০২২ সালের শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তারপর ২০২৪ এ। সবটা মিলিয়ে এখন অপেক্ষা আইপিএল পর্যন্ত ।

Free Access

Related Articles