বাগডোগরা এলাকায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একটি দোকান
Devastating fire in Bagdogra area, a shop burnt to ashes

Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগার এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি দোকান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার রাতে স্থানীয়রা প্রথমে ওই দোকান থেকে আগুনের ধোঁয়া বেরোতে দেখতে পান। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় দমকলকে।
তবে আগুনের তীব্রতা এতটাই ছিল আগুন মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় গোটা দোকানটিকে। এরপরেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি ও শিলিগুড়ি থেকে দমকলের তিনটি ইঞ্জিন।
পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেনা বাহিনীর একটি দমকলের ইঞ্জিন। এরপর প্রায় দু’ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হার্ডওয়ারের দোকানটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় এবং কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক জানিয়েছেন। যদিও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।