এবার মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাস, সতর্ক করল WHO
Bird flu risk to humans an 'enormous concern,' says WHO; all you must know

The Truth of Bengal: বার্ড ফ্লু। এতদিন আমরা জানতাম এটি একটি পক্ষীবাহিত ভাইরাস। যা মূলত মুরগি বা হাসের মধ্যে বেশি সংক্রমিত হয়। এবার আতঙ্কের কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যা H5N1 নামেও পরিচিত, সেই ভাইরাসের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্কতা জারি করেছে৷ এবিষয়ে WHO-এর প্রধান বিজ্ঞানী ডাঃ জেরেমি ফারার জানিয়েছেন, ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ইতিমধ্যে মানুষের মৃত্যুর হার উদ্বেগজনক ভাবে বেড়েছে।
তবে বার্ড ফ্লু ভাইরাস এখনও মানুষ থেকে মানুষে সংক্রমণের কোনও ইতিহাস নেই। ভাইরাসটি ইতিমধ্যে কয়েকশো মানুষকে প্রভাবিত করেছে। ডাঃ জেরেমি ফারার আরও জানিয়েছেন, আগে ভাইরাসটি হাঁস এবং মুরগিকে প্রভাবিত করেছিল। তারপরে এটি স্তন্যপায়ী প্রাণীকে প্রভাবিত করতে শুরু করেছে এবং এখন ভাইরাসটি বিবর্তিত হয়েছে। নতুন রূপের ভাইরাসটি মানুষকে সংক্রমিত করার ক্ষমতা তৈরি করেছে। ভাইরাসটি শীঘ্রই মানুষ থেকে মানুষে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা তৈরি করতে পারে।
দুগ্ধবতী গাভীর মধ্যে H5N1 ভাইরাসের প্রাদুর্ভাব
আমেরিকায় গাভীর মধ্যে H5N1 ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। WHO-এর প্রধান বিজ্ঞানী জানিয়েছেন, জনস্বাস্থ্য কর্তৃপক্ষকে গরুর ওপর আরও নজর রাখতে বলেছেন। প্রাণীদের মধ্যে কীভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়ে তা খুঁজে বের করা এখন খুবই গুরুত্বপূর্ণ। তবে সেই কারণ এখনও জানা যায়নি। আমাদের নিশ্চিত করতে হবে যে H5N1 যেন মানুষকে সংক্রমিত না করতে পারে। কারণ এটি সহজেই মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে। তবে সবচেয়ে ভয়ের যে কথা তিনি শুনিয়েছেন তা হল, এখনও মানুষের মধ্যে এই ভাইরাস ছড়ালে তার বিরুদ্ধে লড়াই করার তেমন কোনও উপায় নেই। তাই দ্রুত আমাদের ভ্যাকসিন, থেরাপিউটিকস এবং ডায়াগনস্টিকস সহ অবিলম্বে সমস্ত ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন তিনি।
ভাইরাসের প্রাদুর্ভাব রোধে বিশ্বব্যাপী পদক্ষেপ
উল্লেখ্য, কোভিড মহামারির সময়ে বিশ্বজুড়ে নানা সতর্কতামূলক কাজ করেছিল WHO। যদি বার্ড ফ্লু নিয়ে অপ্রত্যাশিত বৈশ্বিক মহামারি ঘটে, তা হলে এখনই পদক্ষেপ করতে হবে। যা নিয়ে ভাবতে শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যে, WHO আফ্রিকা, চিন, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি প্রধান জনস্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা করেছে।