Uncategorizedরাজ্যের খবর

গ্যাসের সঙ্গে আধার সংযোগ, রাত থেকে লাইনে দাঁড়িয়ে হয়রান প্রান্তিক সুন্দরবনের মানুষ

Aadhaar connection with gas, people of marginalized Sundarbans are harassed by standing in line since night

The Truth OF Bengal: রান্নার গ্যাসের গ্রাহকদের আধার কার্ডের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ চলছে। আর তাতে চরম নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের।  শীত উপেক্ষা করে রাত থেকে লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। তাঁদের ভয় লিঙ্ক না হলে যদি রান্নার গ্যাস না পান। একই চিত্র সুন্দরবনেও। প্রান্তিক এলাকা সুন্দরবনের মানুষও গ্যাসের কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করতে রাত জাগছে। হয়রানির মুখে পড়ে বাড়ছে ক্ষোভ।

রাতভর খোলা আকাশের নীচে। মোকাবিলা করতে হচ্ছে কড়া শীত। সেই শীত উপেক্ষা করে রাত থেকে লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। তাঁদের ভয় লিঙ্ক না হলে যদি রান্নার গ্যাস না পান। একই চিত্র সুন্দরবনেও। প্রান্তিক এলাকা সুন্দরবনের মানুষও গ্যাসের কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করতে রাত জাগছে। হয়রানির মুখে পড়ে বাড়ছে ক্ষোভ। রান্নার গ্যাসের গ্রাহকদের আধার কার্ডের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ চলছে। আর তাতে চরম নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনে এখন এই চিত্র। হয়রানির শিকার হওয়ায় গ্যাস অফিসের কর্মীদের ঘিরে বিক্ষোভ। তাঁদের বক্তব্য, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ হচ্ছে না। সার্ভার ডাউন থাকার কারণে সঠিক ভাবে কাজ হচ্ছে না। দূর-দূরান্ত থেকে আসা মানুষ না খেয়ে লাইনে দাঁড়িয়ে থাকছে। শেষে কাজ না হওয়ায় বাড়ি ফিরে যেতে হচ্ছে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়ছেন গ্রাহকরা। গ্যাস অফিসের কর্মীদের ঘিরে চলছে বিক্ষোভ। কখন হবে আধার লিঙ্কের কাজ তা সঠিক ভাবে বলতে পারছেন না গ্যাস অফিসের কর্মীরা।

হয়রানির শিকার হয়ে বিক্ষোভ দেখানো গ্রাহকরা কেউ নদীপথে, কেউ আবার পাঁচ থেকে সাত কিলোমিটার হেঁটে এসে লাইনে দাঁড়িয়ে থাকছেন আধার লিঙ্ক করার জন্য। দিন চলে গিয়ে রাত গড়িয়ে এলেও আধার কার্ডের সঙ্গে গ্যাসের সংযোগ ক্রাতে পারছেন না। চরম অব্যবস্থা মধ্যে নাজেহাল হতে হচ্ছে প্রান্তিক গ্রাহকদের। ক্ষুব্ধ গ্রাহকরা উগরে দিচ্ছেন ক্ষোভ।

Free Access

Related Articles