Uncategorizedরাজ্যের খবর
Trending

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে তৈরি হচ্ছে নতুন রাস্তা, সীমিত সামর্থ্যের মধ্যেই উত্তরবঙ্গে যোগোযাগের রাস্তা

A new road is being built in Goalpokhar in North Dinajpur, the access road in North Bengal is within limited capacity.

The Truth Of Bengal: কেন্দ্র বাংলাকে বঞ্চনা করলেও বাংলার কোনও অংশ যাতে বঞ্চিত না থাকে সেজন্য নজর রাখছে প্রশাসন।সীমিত সামর্থ্যের মধ্যেই উত্তরবঙ্গের পিছিয়ে থাকা এলাকায় যোগোযাগের রাস্তা তৈরি করছে রাজ্য সরকার।সেইমতো এবার উঃদিনাজপুরের গোয়ালপোখর  তৈরি হচ্ছে নতুন রাস্তা। দুটি রাস্তা নির্মাণে খরচ হয়েছে ১কোটি ৫৬লক্ষ টাকা।

সড়ক যোজনা প্রকল্পে বাংলা পায় প্রায় ৮হাজার কোটি টাকা।বাংলা বঞ্চিত হলেও রাজ্যের কোনও অংশ যাতে বঞ্চিত না থাকে সেজন্য রাজ্য সরকার সমমর্যদাদান করছে।অভিযোগ,বাম আমলে রাস্তা তৈরি হয়নি উঃদিনাজপুরের গোয়ালপোখোরের পানজিপাড়ায়।তাই যোগাযোগ বাড়াতে দায়িত্বশীল ভূমিকা

১১,৩০০ কোটি কিলোমিটার রাস্তার জন্য ৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জঙ্গলমহলের সঙ্গে সড়কপথে জুড়তে চলেছে উত্তরবঙ্গ। যে হাইওয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি, কামারপুকুর হয়ে বর্ধমানের নতুনগ্রাম, মোরেগ্রাম ছুঁয়ে উত্তরবঙ্গে পৌঁছে যাবে। ওই প্রকল্পের জন্য ৩,২০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

Free Access

Related Articles