
Truth of Bengal: বেড়াতে যেতে কে না ভালবাসেন! ভ্রমণ পিপাসুরা নানান জায়গায় ছুটে চলেন। কেউ যেমন অরণ্যে যান কেউ বেড়াতে যান পাহাড়ের কোলে। আবার সমুদ্রও ভালোবাসেন অনেকে। তবে আজ আপনাকে জানাব এক সেরা ডেস্টিনেশনের গল্প ইয়েলবং। কংক্রিটের শহর থেকে দূরে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে ? তাহলে যেতে পারেন ইয়েলবঙে। মাত্র দুদিনের ছুটিতে ঘুরে আসুন কালিম্পংয়ের ইয়েলবং থেকে।
যারা অ্যাডভেঞ্চার প্রেমী, যারা রোমাঞ্চকর ভ্রমণ পছন্দ করেন তারা যেতে পারেন ইয়েলবঙে। পাথুরে পথের মাধ্যমে পৌঁছতে হবে এই জায়গায়। এখানে পাহাড়ের মাঝে দিয়ে বয়ে চলা নদীর মাঝ দিয়ে হেঁটে বা সাঁতার কেটে দুঃসাহসিক যাত্রা উপভোগ করতে পারেন। এখানে নদীর জল একেবারে ঠান্ডা থাকে। এখানে বয়ে চলা নদীতে সাঁতার ও কাটেন অনেকে। এখানে জল কম থাকলে হয় হাঁটু পর্যন্ত।
বেশি থাকলে হয় কোমর পর্যন্ত। যারা সাঁতার জানেন তারা এই চত্বরে গিয়ে উপভোগ করেন প্রাকৃতিক নিস্তব্ধতা। সঙ্গে এখানকার পাখিদের কলতান এর সঙ্গে সাঁতার কাটার মজাটাই আলাদা। এই গিরিখাতে পৌঁছানোর আগে পাহাড়ি রাস্তা দিয়ে দীর্ঘ পথ হাঁটতে হয়। যে রাস্তা একেবারে বন্ধুর। সঙ্গে বহু গাছপালা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি পথ বেয়ে পৌঁছতে হয় এই গিরিখাতে।
প্রাকৃতিক নিস্তব্ধতা ও সবুজের ঘন জঙ্গল দিয়ে সাজানো এই চত্বর একেবারেই মোহময়ী হয়ে উঠেছে। প্রকৃতি যেন সাজি এ তুলেছে এই চত্বরকে। এই ইয়েলবং পৌছনোর জন্য শিলিগুড়ি থেকে বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সরাসরি গাড়ি ভাড়া করতে পারেন। এছাড়াও আপনারা শিলিগুড়ি থেকে বাসে করে ইয়েলবং এ পৌঁছতে পারেন।