মিঠে রোদে ‘স্লিপিং বুদ্ধ’-এর দর্শন মিলবে কালিম্পঙের ছোট্ট গ্রাম তাকনাতে
Visit the 'Sleeping Buddha'

The Truth of Bengal: চারিদিকে সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে বিকেলের পড়ন্ত সূর্য দেখেছেন কখন? এই রকম দৃশ্যের দেখা মিলবে কালিম্পঙের ছোট্ট গ্রাম তাকনাতে। নৈসর্গিক সৌন্দর্যে ভরা এই গ্রাম দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। এই অজানা গ্রামের নাম হয়ত অনেকে শোনেননি। নানা রঙের কত অজানা পাখিদের আনাগোনা দেখতে পাবেন এই গ্রামে এসে। উত্তরবঙ্গের কোলে এই এক টুকরো স্বর্গ চোখের সামনে দেখলেই আপনার সারা সপ্তাহের ক্লান্তি একদম দূর হয়ে যাবে।
দূরের শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার মাঝে হারিয়ে যেতে মন চাইবে আপনার। চারপাশের পাইন বোনের মধ্যেও আপনি আপনার সঙ্গী অথবা বন্ধু বান্ধবদের নিয়ে লুকোচুরি খেলতে পারবেন। ছোট ছোট হোমস্টের বাইরে, হাতে চায়ের কাপ নিয়ে বসে, দূরের সূর্য ডোবার সময় পাহাড়ের পিছন দিকে আকাশের রং বদালানো, আপনি এক দৃষ্টিতে উপভোগ করবেন। এই দৃশ্য দেখে আপনার ইচ্ছে করবেনা বাড়ি ফিরে আসতে। তাকনাতে আপনি দেখবেন নেপালি ভাষাভাষী মানুষের বাস বেশি।
কুম্ভকর্ণ, কাঞ্চনজঙ্ঘা, ও পান্ডিম শৃঙ্গকে একত্রে দূর থেকে দেখে মনে হয় একসঙ্গে ৩ টি মানুষ শুয়ে আছে। এই ৩ শৃঙ্গকে একত্রে বলা হয় স্লিপিং বুদ্ধ। যা ছোট্ট গ্রাম তাকনা থেকে সুন্দর ভাবে দেখা যায়। দূরের মেঘে ঢাকা নানা পাহাড় ও পাহাড়ের শীতল হাওয়া খেয়ে আপনার মন প্রাণ সবটাই জুড়িয়ে যাবে। ভাবছেন এই সৌন্দর্য মন্ডিত পাহাড়ি গ্রামে কিভাবে যেতে পারেন? ট্রেনে করে পৌঁছে যান এনজেপি। সেখান থেকে গাড়ি ভাড়া করে কালিম্পং এবং কালিম্পং থেকে রিজার্ভে গাড়ি ভাড়া করে পৌঁছে যান তাকনা গ্রামে।