ভ্রমণ

‘দ্য বিউটিফুল ওড়িশা’র হিডেন জেম, টালামিটিং, প্রকৃতির স্লাইডিং নদী উপত্যকা

The Hidden Gem of 'The Beautiful Orissa', Talamiting, Nature's Sliding River Valley

The Truth of Bengal: অ্যাডভেঞ্চার প্রেমীরা বরাবরই সন্ধান খোঁজেন এমন কিছু জায়গার যেখানে গেলেই মন- প্রাণ জুরিয়ে যাবে। তাছাড়াও যেখানে যাওয়া মাত্রই হারিয়ে যাবে, শহরের ভিড়ে জমে থাকা সকল ক্লান্তি এবং নিজেদের খুঁজে পাবেন প্রকৃতির কোলে। তবে অনেকেই মনে করেন যে, কম সময়ে ছুটির ফাঁকে ঘুড়তে যাওয়া মানেই পুরি কিংবা দীঘার সমুদ্র। এবং আজকের দিনে স্টেকেশন নামক আরও একটা শব্দ সেই লিস্টে যুক্ত হয়েছে। যার অর্থ শহরের কিংবা শহর থেকে ঘন্টাখানেক দূরে কোনও রিসোর্টে গিয়ে ওঠা। তবে বলা ভালো, ভারতবর্ষ এমন এক ভূখন্ড যেখানে রয়েছে সকল রত্ন’র সমাহার। বেশি পয়সা খরচ করে বালি যাওয়ার কোনও প্রয়োজন নেই, ঘুরে আসুন ওড়িশার টালামিটিং ওয়াটার ফলস্। যেখানে নদী উপত্যকায় প্রাকৃতিক স্লাইডিং রাইড ও ইনফিনিটি পুলের মোহতে আটকে যাবেন আপনিও।

ওড়িশার কোরাপুট থেকে মাত্র ৫০ কিলোমিটার এবং কাকিরিগুমা থেকে ১০ কিলোমিটার দূরেই রয়েছে টালামিটিং জলপ্রাপাত। ঘন বন এবং পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে সুন্দর ছোট্ট নদী। পাহাড়ে পাখিদের কিচিরমিচির শব্দ সঙ্গে পাহাড়ি নদীর বয়ে চলা ছন্দ, কোথাও গিয়ে অবশ্যই মন মাতাবে আপনার। টালামিটিং প্রপাতের উচ্চতা প্রায় ১০০ ফুট। যা পর্যটকদের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকে। ১ ঘন্টা ট্রেকিং এর পর প্রকৃতির নিজস্ব স্লাইডিং নদী উপত্যকায় আপনিও রাইড নিতে পাড়বেন সঙ্গে মজা নিতে পাড়বেন প্রাকৃতিক ইনফিনিটি পুলের। এখানকার প্রাকৃতিক শোভা, এতটাই সুন্দর যে, শীতকালেও এখানে ভিড় দেখা যায়।

তবে নির্জনে সময় কাটাতে উইকেন্ড এড়িয়ে উইকডেজ গুলিতে ঘুরে আসতেই পারেন একবার টালামিটিং প্রপাতের কাছে থেকে। এলাকাটি পিকনিকের জন্য স্থানীয়দের কাছেও যথেষ্ট পরিচিত। তবে জলপ্রপাতের কাছে রয়েছে আরও বেশ কিছু দর্শনীয় স্থান যেমন, দুদুমা জলপ্রপাত, দেওমালি হিল স্টেশন, মালিগুডা টানেল সহ কোলাব ড্যাম, জালাপুট বাঁধ, বলদা গুহা, সুবাই জৈন মন্দির তাছাড়াও আরও অনেককিছু। যারা অ্যাডভেঞ্চার লভার তাঁরা প্রায়শই এসে থাকেন এখানে। সময় কাটান বন্ধুদের সঙ্গে। যদি বন্ধুদের সঙ্গে ট্রেকিং কিংবা পাহাড়ে বেড়াতে যাওয়ার নেশা থেকে থাকে আপনারও, তাহলে রেন ফরেস্টের অন্তরালে থাকা এই সুন্দর জায়গাটি আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে আপনার ছোটবেলায়! তাই আর দেড়ি কিসের অ্যাডভেঞ্চার প্রেমীরা অবশ্যই এই স্থানটিকে অ্যাড করুন নিজেদের বাকেট লিস্টে।

Related Articles