
The Truth of Bengal: অনেক তো হলো শহর কেন্দ্রিক বেড়ানো। তবে এখন একেবারে দোরগোড়ায় শীতের মৌরশুম। এবার তাহলে একটু অন্যরকম কিছু আমরা খুঁজে দেখি। এমন একটি জায়গা হল পশ্চিমবঙ্গের ঝাড়্গ্রামের হাতিবাড়ি। শহর পাহাড় নদী নালা সমুদ্র থেকে অনেক আলাদা। উড়িষ্যা ও ঝাড়খন্ড রাজ্যের সংযোগস্থলে এটি একটি নিরিবিলি পরিবেশ। শাল গাছের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা হয়েছে সুবর্ণরেখা।
কখনো যদি মনে হয় শহরের কোলাহল ছেড়ে বেরিয়ে একটুখানি পাখির কিচিরমিচির আর শীতের সৌন্দর্যের নৈসর্গিক পরিবেশের মধ্যে সময় কাটাবেন তাহলে এখানে চলে আসতেই পারেন। বিভিন্ন পাখির ডাকের সাথে এখানে রয়েছে হাতি চলাচলের জন্য বিশেষ রাস্তা। তার নাম এলিফ্যান্ট করিডোর। ফলতো ভাগ্য ভালো থাকলে এখানে আপনি দু-একটা হাতের দেখা পেতেই পারেন। এছাড়াও একটু আশেপাশে ঘুরতে চাইলে আপনি পেয়ে যাবেন চিল্কিগড়। এখানে জামবনীর রাজা গোপীনাথ সিংহের ৩০০ বছরের প্রাচীন রাজবাড়ি রয়েছে।
ভগ্ন দশার এই রাজবাড়ি বহন করছে কালের চিহ্ন। এখানে আসলে আপনার জন্য সবথেকে ভালো থাকার জায়গা হতে পারে বনদফতরের বনবাংলো। শীততাপ নিয়ন্ত্রিত এখানে ঘরের ভাড়া ২৫০০ টাকা। তবে এর সাথেই রয়েছে খাওয়া দাওয়ার বন্দোবস্ত। সব থেকে কম খরচা এখানে পৌঁছতে হলে আপনাকে ট্রেনে হাওড়া থেকে ঝাড়গ্রাম পর্যন্ত এক্সপ্রেস বা লোকাল ট্রেন করেই যেতে হবে। এরপরে গাড়ি ভাড়া করে সড়কপথে বেশ কিছুটা গেলেই এই হাতিবাড়ি। রাস্তা বেশ ভালো হয় যাতায়াতের আপনাদের কোন সমস্যাই হবে না।