
The Truth of Bengal: পুরুলিয়ার (Purulia) সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি হল গড়পঞ্চকোট (Garpanchkot)। পাহাড়ের কোলে অবস্থিত গড়পঞ্চকোট জুড়ে রয়েছে আশেপাশের গ্রামাঞ্চলের অত্যাশ্চর্য সব মনোরম দৃশ্য। কম দূরত্বের মধ্যে মনোরম সব দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে যেতেই হবে গডপঞ্চকোট। রয়েছে প্রাচীন সব একাধিক মন্দির রক্ষণাবেক্ষণের অভাবে যা প্রায় বিলুপ্ত হতে বসেছে। যার পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস।
৫০০ কোটির পাদদেশে বর্তমানে পঞ্চকট প্রাসাদ এবং দুর্গের ধ্বংসাবশেষ অবস্থিত। এখানে প্রায় ৫ মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। এই ঐতিহাসিক দুর্গই বাংলায় বর্গী আক্রমণের প্রমাণ বহন করছে। তাই এই স্থানের নাম গড় পঞ্চকোট। কলকাতা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত গড়পঞ্চকোট প্রায় ৫ ঘন্টার ড্রাইভে আপনি চলে আসতে পারেন সড়কপথে। আসতে পারেন ভলভো বাসেও। পুরুলিয়ার উত্তর দিকে পাঞ্চেত পাহাড়ের পাদদেশে শাল, পিয়াল, আর ঘন মহুয়ার জঙ্গলে ঘেরা এই গড়পঞ্চকোট সপ্তাহান্তে দারুন টুরিস্ট স্পট হয়ে উঠতে পারে আপনার কাছে। প্রকৃতির মনমুগ্ধকর সৌন্দর্য দেখে চোখ জুড়ানোর জন্য আদর্শ জায়গা গড়পঞ্চকোট।
সহজ সরল গ্রাম্য জীবনের এক অপূর্ব নির্যাস পেতে পাবেন এখানে এসে। জঙ্গলে ঘেরা বনদপ্তরের বাংলো আছে এখানে। থাকা এবং খাওয়ার ব্যবস্থাও আছে। নিরাপদ এই বাংলোয় নিশ্চিন্তে দু রাত।যাপন করতে পারেন। গড় শব্দের অর্থ দূর। পঞ্চ মানে পাঁচ। কোট কথাটি এসেছে গোষ্ঠী থেকে। ৯০ খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলের ৫ জন আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে এই স্থানে রাজত্ব করে তোলেন রাজা। সেই থেকেই জায়গার নাম গড় পঞ্চকোট। প্রকৃতির অমোঘ হাতছানি উপেক্ষা না করে ভরা বর্ষাতেই চলে আসতে পারেন। বর্ষার দৃশ্য অনুভব করতে করতে গড় পঞ্চকোটের দুর্গ দেখার আনন্দটাই আলাদা।