পথচারীদের ভূস্বর্গ! ডুয়ার্সের টিয়াবন হয়ে উঠছে সবুজের স্বর্গরাজ্য
Pedestrian's paradise! Tiabon of Duars is becoming a paradise of green

Truth Of Bengal: গাছ কেটে পরিবেশ ধ্বংস করছে এক শ্রেণির মানুষ। তাতে ফিকে হচ্ছে সবুজ,ক্রমশ স্নেহছায়া হারাচ্ছে মানুষ। আর তপ্ত অবস্থায় অনেকেই খুঁজছেন গাছের ছায়া। সেই ঘনছায়ায় ঢাকা ডুয়ার্সের টিয়াবনে বাড়ছে ভিড়। তাই চালসার টিয়াবন এখন পথচারীদের কাছে হয়ে উঠেছে ভূস্বর্গ।যেখানে আশ্রয় নিয়ে প্রাণ জুড়াচ্ছেন মানুষ।
দিনের পর দিন বাড়ছে উত্তাপ। উষ্ণতার আঁচে পুড়ছে বিশ্ব।বাদ নেই বাংলাও। কংক্রিটের সভ্যতার স্পর্ধায় কাটা পড়ছে গাছ। অবোধ মানুষেরা পরিবেশের দফারফা করে দেদার সবুজ নিধন করছে।যার ফলে তপ্ত হচ্ছে ধরাধাম।আর তার মাসুল দিচ্ছে মানুষকে। একটু গাছের ছায়া পেলেই তাঁরা দাঁড়িয়ে পড়েন। গরমের দিনে ডুয়ার্সের চালসার মানুষের কাছে টিয়াবন হয়ে উঠছে সবুজের স্বর্গরাজ্য।
যেখানে সারি সারি গাছের মিছিল দেখা যায়।আর সবুজের আচ্ছাদনে পথ চলতি মানুষ থমকে দাঁড়াচ্ছেন। স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। উল্লেখ্য,চালসা হল ডুয়ার্সের সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গা। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জায়গার অপরূপ সৌন্দর্য দেশ-বিদেশের মানুষকে মুগ্ধ করে। পাহাড়,চা বাগান,নদী আর বনভূমির সৌন্দর্য শোভায় বিকশিত এই চালসার টিয়াবন সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
মালবাজার ৩১ নং জাতীয় সড়কের চালসা সংলগ্ন টিয়াবন এলাকায় মানুষের ভিড় বাড়ছে। প্রায় প্রতিদিন এই রাস্তা দিয়ে বাসের পাশাপাশি বাইক, সাইকেল, ছোট গাড়িতে করে প্রচুর মানুষ যাতায়াত করেন। তাঁদের কাছে এই টিয়াবন স্বস্তির ঠিকানা। চালসার খুব কাছে পরমা প্রকৃতির বুকের গহনে ডুয়ার্সের নতুন খুঁজে পাওয়া বিউটি স্পট মঙ্গলবাড়ি। শখের বনবাস ও অজ্ঞাতবাসের আদর্শ ঠিকানা বলা সবুজ নিরালয়বন –গ্রাম মঙ্গলবাড়িতে গড়ে উঠেছে টিয়াবন রিসর্ট।এখন পর্যটকরা এই অন্যরকম আবহে ছুটে আসছেন,তাতে স্বচ্ছল হচ্ছে পর্যটন নির্ভর অর্থনীতি।