ভ্রমণ

পাহাড়, সমুদ্র ও জলপ্রপাত, কোথায় আছে এমন সঙ্গমস্থল, যাবেন নাকি?

Mountains, sea and waterfalls, where is the confluence, go or not?

The Truth of Bengal: একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, এরই মাঝে জলপ্রপাত। তিনের সঙ্গমস্থল দেখতে আপনার গন্তব্য হতেই পারে কর্নাটকের বন্দর শহর হোন্নাভার। আক্ষরিক অর্থেই দক্ষিণের রাজ্য কর্নাটকের এক স্বল্প পরিচিত অফবিট ট্রাভেল ডেসটিনেশন হল হোন্নাভার। পানভেল-এড়াপল্লী ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে মনোরম পরিবেশে হোন্নাভার যেন একখণ্ড স্বর্গচিত্র। বন্দর শহর হিসাবে শুধু কর্নাটকেই নয় প্রাচীনকাল থেকেই বর্হিবিশ্বে হোন্নাভারের পরিচিতি। আরব সাগর ও শরাবতী নদীর সঙ্গমস্থলে অবস্থান বলে হোন্নাভার বহু শতাব্দী ধরেই ব্যবসা বাণিজ্য বিশেষ জায়গা করে নিয়েছিল। আর তার জন্য শতাব্দী ধরেই নানা সময় নানা পর্যটকের আগমন ঘটেছে এখানে।

হোন্নাভারের প্রকৃতি এক কথায় অসাধারণ। একদিকে আরব সাগরের অনন্ত জলরাশির কল্লোল, অন্যদিকে পশ্চিমঘাট পর্বতমালার সবুজেভরা নয়নাভিরাম সৌন্দর্য, এসব তো আছেই। তার সঙ্গে আছে প্রকৃতির আরেক উপহার জলপ্রপাত। হোন্নাভারের খুব কাছেই আছে অপ্সরাকুণ্ড। পশ্চিমঘাট পর্বতমালার ঢাল বেয়ে নেমে আসছে জলধারা। সেটি দেখে চোখ, মন জুড়িয়ে যায়। কাছেই আছে দেবী মন্দির আর গুহা, নাম তার পাণ্ডব গুহা।

পাহাড়ের ওপর থেকে চারিপাশের দৃশ্য অত্যন্ত সুন্দর। এখান থেকে দেখা যায় আরব সাগর ও শরাবতী নদীর সঙ্গমস্থল। নদীর বুকে ছোট ছোট দ্বীপ, সবুজে ঢাকা ক্ষেত আর সারি দিয়ে দাঁড়িয়ে থাকা নারকেলগাছ। সবকিছুই যেন অফুরন্ত সৌন্দর্যের খনি। সব মিলিয়ে অপ্সরাকুণ্ড মন মাতানো এক গন্তব্য। হোন্নাভারের অন্যতম আকর্ষণ ইদাগুঞ্জি গণপতিমন্দির। উত্তর কর্নাটকের অন্যতম প্রাচীন এই মন্দির প্রায় ৮০০ বছরের পুরোনো। এছাড়া আরেক উল্লেখযোগ্য বেড়ানোর জায়গা হল বাসবরাজা দূর্গ দ্বীপ। এখানে নৌকা করে যেতে হবে। দ্বীপে রয়েছে একটি দূর্গ।

Related Articles