
The Truth of Bengal: মহালয়া পেরনো মানেই পুজোর কাউন্টডাউন শুরু। আর পুজো যেতে না যেতেই শীত কাল এসে হাজির। তাই এই সময় নরম রোদ গায়ে মেখে সকলের মন চায় ঘুরতে যেতে। পশ্চিমবঙ্গ ও ঝারখন্ড সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত মাইথন ড্যাম। কলকাতা ও এর আশেপাশের এলাকা থেকে ১ দিন সময় হাতে নিয়েই ঘুরে আসতে পারবেন এই মাইথন ড্যাম থেকে । পাহাড়, জঙ্গল, আর জলে ঘেরা এই ড্যামে পর্যটকদের ভিড় লেগে থাকে প্রায়শই। মাইথন ড্যাম থেকে সূর্যাস্ত দেখলে আপনি বারবার ফিরে যেতে চাইবেন এই অঞ্চলে।
সুবিশাল ডিভিসির মাইথন বাঁধের জলধারা দেখলে আপনার চোখ জুড়াতে বাধ্য। এই জলাধারে রয়েছে অসংখ্য নৌকো যাতে চড়ে আপনি ঘুরে নিতে পারবেন এই সুবিস্তীর্ণ জলাধার। জলাধারের পাশ দিয়ে হিমালয় না থাকলেও আছে ছোট নাগপুর মালভূমির মত ছোট ছোট সবুজে ঘেরা টিলা । মাইথন ড্যামে নৌকা করে জলাধার ভ্রমণকে অনেকেই মজা করে বলে থাকেন ডাল লেকে সিকারা ভ্রমণ। এখানে গেলে আপনার একটা সময় পর মনে হতে শুরু করবে আপনি বোধ হয় আন্দামানের কোন এক দ্বীপে ঘুরতে গেছেন।
এখানে নৌকা , স্পিড বোটের মত নানান অ্যাডভেঞ্চারের ব্যবস্থা রয়েছে। নৌকা রাইড করতে গেলে আপনাকে ৩০০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ড্যাম থেকে বেশ কিছুটা দূরে রয়েছে সবুজ দ্বীপ, সেখানেও যেতে পারবেন নৌকা করে। মাইথন ড্যাম দেখার পাশাপাশি ঘুরে নিতে পারেন খোলা মুখ কয়লাখনি ও প্রাচীন কল্যানেশরী মন্দির। কিভাবে যাবেন ? হাওড়া থেকে ধরে নিন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আপনাকে নামতে হবে আসানসোল স্টেশন সেখান থেকে মাইথন যাওয়ার জন্য পেয়ে যাবেন অনেক গাড়ি। মাইথনে থাকার জন্য রয়েছে একাধিক হোটেল। যেখানে আপনি অনায়াসে রাত্রিযাপন করতে পারবেন।