ভ্রমণ

শীত পড়তেই আপনার মন কী উড়ু উড়ু করছে? চলুন ঘুরে আসি সনাতনী শিক্ষা পদ্ধতির আঁতুড়ঘর নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে

Let's visit the Anturghar Nalanda University campus of traditional education system

The Truth Of Bengal : প্রতিবেশী রাজ্য বিহারের দর্শনীয় জায়গার মধ্যে অন্যতম নালন্দা। নামটির সঙ্গে আপামর ভারতবাসী বিশেষ পরিচিত। প্রাচীন জ্ঞানচর্চার এই পীঠস্থানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। নালন্দা বিশ্ববিদ্যালয়টি হিমালয়ান মনেস্ট্রিগুলির থেকেও প্রাচীন। এটি প্রাচীন কালে যথেষ্ট প্রভাবশালী থাকলেও বর্তমানে এটি একটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।  যে স্থানে প্রথম বৌদ্ধধর্মের আত্মপ্রকাশ, সেই স্থানেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের উৎপত্তি। যেখানে যাবেন তার নামকরণের প্রেক্ষাপট জানলে আরও ভাল লাগবে।  সত্যিই আপনি এই পুরনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলে ধন্য হবেন।এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পঠনব্যবস্থা, লাইব্রেরি, হোস্টেল ব্যবস্থা, সমস্ত কিছুরই সুযোগ ছিল। একটি কমপ্লেক্স-এ প্রায় ২০ হাজার ছাত্র অধ্যয়ন করতে পারত   পরিচালনার জন্য ছিলেন ২ হাজার শিক্ষক। চিনা তীর্থযাত্রী সন্ন্যাসী হিউয়েন সাঙ অবশ্য নালন্দা নামের নানান ব্যাখ্যা দিয়েছেন।

তাঁর একটি মত হল, এই নামটি স্থানীয় আম্রকুঞ্জের মধ্যবর্তী পুষ্করিণীতে বসবাসকারী একটি নাগের নাম থেকে উদ্ভূত।   ইতিহাসের সবচেয়ে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যেও এই নালন্দা। প্রাঙ্গণে থাকা দিঘি ও উদ্যান আলাদা সৌন্দর্য বহন করত।নালন্দা  শহরটি বিহার-ঝাড়খণ্ড  সীমানায় অবস্থিত। নালন্দা পৌঁছতে হলে প্রথমে ট্রেন ধরে পৌঁছে যান পাটনা কিংবা গয়া। স্টেশন থেকে বিহার শরিফগামী বাস ধরেও পৌঁছে যেতে পারেন নালন্দা। এটি   হিন্দু, বৌদ্ধ এবং জৈন তীর্থযাত্রীদের কাছে বেশ প্রসিদ্ধ। সারা বছর দেশি-বিদেশি বহু পর্যটক আসেন এই নালন্দায়। বৌদ্ধধর্মের উৎপত্তিস্থল বিহার থেকে কীভাবে সমগ্র এশিয়া এবং তার বাইরেও ছড়িয়ে পড়েছে সেটা জানলেও বেশ রোমাঞ্চকর লাগবে।

বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ থেকে কিছু কিমি দূরে ব্ল্যাক বুদ্ধ স্ট্যাচু দেখতে ভুলবেন না। কালো পাথরে নির্মিত বৌদ্ধদেবের মূর্তি এখানে ভূমিস্পর্শ মুদ্রায় স্থাপিত আছেন। খননকার্যের সময় এই মূর্তিটি উদ্ধার করা হয় এবং বর্তমানে এই মূর্তিকে কেন্দ্র করে মন্দির নির্মাণ করা হয়েছে। এরপর জৈন ধর্মের মূল পীঠস্থান এবং মহাবীরের জন্মস্থান কুন্ডালপুরের জৈনমন্দির দর্শন করে নিতে পারেন।ইচ্ছা করলে আপনি ভ্রমণ  পরিকল্পনা  এইভাবে তৈরি করে নিতে পারেন— বুদ্ধগয়া-রাজগির-নালন্দা-সারনাথ। নালন্দা থেকে কিছুদূর এগিয়ে দর্শন করে আসতে পারেন হিউ-এন-সাঙ মেমোরিয়াল হল। এখানে আপনি প্রাচীন বিদেশি পর্যটকের জীবনকাহিনি এবং তাঁর দুর্গমযাত্রা সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন।

 

FREE ACCESS

 

 

 

Related Articles