ভ্রমণ

কালিম্পং-এ রয়েছে এক পাহাড়ি উপত্যকা, মন ভালো করতে চলে যান এই স্থানে

Kalimpong is a mountain valley, go to this place to relax

The Truth Of Bengal : সবসময় কি পাহাড়ের রানি দার্জিলিঙে গেলে হবে, কালিম্পং এও পেয়ে যাবেন একাধিক অফবিট ডেস্টিনেশন। যেখানে একবার গেলে প্রকৃতির মনমুগ্ধকর পরিবেশে হারিয়ে যেতে আপনি বাধ্য। নানা রঙের ফুল ও অজানা পাখিদের কলতান শুনেও আপনি ভাববেন এই পাহাড়ি উপত্যকায় আপনি আগে আসেননি কেন! ভাবছেন কালিম্পং এর এমন কোন উপত্যকার কথা বলছি?

চাঁদিফাটা রোদ্দুর কাটিয়ে অবশেষে রাজ্য জুড়ে বৃষ্টি নেমে আসলেও পাহাড়ে গিয়ে বৃষ্টি দেখার স্বাদ সবসময় অন্য রকম ফিল এনে দেবে আপনাকে। কালিম্পঙে রয়েছে এমন অনেক অফবিট ডেস্টিনেশন যেখানে গেলে আপনি প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। কালিম্পঙে অবস্থিত লুংচু লাভা থেকে ১৬ কিমি দূরে অবস্থিত। লুংচু নেওরা ভ্যালি জাতীয় উদ্যানের রেঞ্জেই পড়ে। যেদিকেই তাকাবেন পাহাড়ের শান্ত নিরিবিলি পরিবেশের পাশাপাশি দেখতে পাবেন রংবে রঙের নানা ফুল। যে ফুলের শোভা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। লুংচু থেকে আপনি দূরের কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র দৃশ্য দেখতে পারবেন। সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার চূড়ায় এসে পড়বে, তখন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে লাগবে সোনার মত। মনে হবে সোনার পাতে মোড়া রয়েছে কাঞ্চনজঙ্ঘার চূড়া। পাহাড়ি উপত্যকা মানেই সেখানে নানা অজানা পাখির কলরব শুনতে শুনতে কখন দুপুর থেকে সন্ধ্যে গড়িয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না।

এই লুংচু উপত্যকার প্রশান্তি দেখে আপনার বাড়ি ফিরে আসতে মন চাইবে না।  লুংচু থেকে ছাঙ্গে জলপ্রপাত মাত্র ৩ কিমি দূরে অবস্থিত। এই জলপ্রপাত দেখতে দেখতে আপনার চোখ জুড়িয়ে যাবে। মনে হবে জলপ্রপাতের নীচে দাঁড়িয়ে গা ভেজাতে। কিন্তু সাবধান, পাথরের উপর জল পড়লেই পাথর আরও পিছল হয়ে যায় তাই পাহাড়ি উপত্যকায় গেলে সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। লুংচু তে দেখতে পাবেন পাইন, দেবদারু, ওক গাছের সমাহার। লুংচু থেকে তাবাকোশি, বানকুলুং, বিজনবাড়ি, লামাগাঁও ঘুরে নিতে পারবেন খুব সহজেই তাহলে দেরি না করে পাহাড়ি বৃষ্টির মজা নিতে পৌঁছে যান লুংচুতে। লুংচু যেতে হলে ট্রেনে করে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি। সেখান থেকে জিপ ভাড়া করে পৌঁছে যান লুংচু তে। লুংচুতে থাকার জন্য পেয়ে যাবেন রিসর্ট। সুব্যবস্থা সম্পন্ন এই রিসর্টে আপনার থাকতে কোনও কষ্ট হবেনা। এছাড়াও এখানে পাহাড়ি গ্রাম্য পরিবেশে থাকার জন্য কিছু হোমস্টের ব্যবস্থা আছে।

Related Articles