ভ্রমণ

ঐতিহাসিক বাণেশ্বর শিব মন্দির, মন্দির দর্শনে খুঁজে পেতে পারেন মানসিক শান্তি

Historical Baneswar Shiva Temple

The Truth of Bengal: অনেকতো হল পাহাড়ি শীতল হাওয়ায় দোল খাওয়া,এবার চলুন যাওয়া যাক মন্দির দর্শনে। কোথায় যাবেন সেই চিন্তাই করছেন? ঘুরে আসুন কোচবিহারের এক শিব মন্দির থেকে যার নাম বাণেশ্বর শিব মন্দির। সাদা ধবধবে এই মন্দিরে গিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে নিজের মনের ইচ্ছের কথা জানাতে পারবেন। দেরি না করে হাতে ২ দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন এই মন্দির থেকে। দেখবেন এই মন্দির দর্শন করা মাত্র আপনার মন আপনা আপনি শান্ত হয়ে উঠেছে।‘জয় শিবশংকর, জয় গঙ্গাধর, অরুণাকর কর্তার হরে জয় কৈলাসী জয় অবিনাশী, সুখরাশি সুখসার হরে’ শিবের এই স্তোত্র পাঠ করলেই মন আপনাআপনি শান্ত হয়ে ওঠে। দেবাদিদেব মহাদেবের সঙ্গে জড়িত রয়েছে বহু পৌরাণিক গাথা। কালেরকাল মহাকাল তিনি। কথায় বলে মহাদেবকে মন ভোরে ডাকলে সে ঠিক আপনার পাশে এসে দাঁড়াবে। তাঁর জন্য আপনাকে যেতে হবেনা কেদারনাথ। কোচবিহারে রয়েছে দুধ সাদা শিবের এক মন্দির যার নাম বাণেশ্বর শিব মন্দির।

রাজ আমলে তৈরি হওয়া এই মন্দিরের পরতে পরতে রয়েছে নানা পৌরাণিক গল্প। ১৮৯৭ সালে হওয়া এক ভূমিকম্পে শিবের এই শ্বেতশুভ্র মন্দির হালকা হেলে পড়ে পূর্বের দিকে। বর্তমানেও এই মন্দির পূর্বদিকে একটু হেলেই রয়েছে। কোচবিহার দেবত্বর ট্রাস্ট বোর্ড এই মন্দির দেখাশোনার দায়িত্বে রয়েছে। এই মন্দির আদতে কবে প্রতিষ্ঠা হয়েছিল এই নিয়ে নানা সংশয় রয়েছে। এখানকার বাসিন্দাদের মতে কোচ রাজবংশের মহারাজা নরনারায়ণ, শিবের এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের প্রধান দালান থেকে ১০ ফুট নীচে রয়েছে শিবলিঙ্গ এবং একটি গৌরীপাট। অধিকাংশ শিব মন্দিরের বাইরে থাকতে দেখা যায় নন্দীকে। এই ক্ষেত্রেও কিছু অন্যথা নেই। মন্দিরের পূর্ব দিকের অংশে রয়েছে সাদা রঙের নন্দী। যার কানে কানে আপনি আপনার মনের ইচ্ছের কথা বলতে পারবেন। এই মন্দিরের উত্তর দিকে রয়েছে একটি টিনের চালাঘর, যেখানে শিব ও অর্ধনারীশ্বরের মূর্তি রয়েছে।

এই মন্দির দর্শন করতে গেলে আপনাকে সকাল ৮ টা থেকে রাত্রি ৮ টার  মধ্যে আসতে হবে। এখানে শিব চতুর্দশীতে মহা ধুমধাম করে এক সপ্তাহ ধরে মেলা চলে। এই মন্দিরের সামনে রয়েছে একটি বিশাল বড় পুকুর। যে পুকুরে রয়েছে অসংখ্য কালো কচ্ছপ। এই কচ্ছপগুলিকে ডাকা হয় মোহন নামে। পুকুরের কাছে গিয়ে আপনি এই মোহনদের খাবার খাওয়াতে পারবেন। এই কচ্ছপদের খুব পবিত্র বলে মানা হয়, পুজো করা হয় এদের। ভাবছেন এই মন্দিরে কিভাবে যাবেন, হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে পৌঁছে যান নিউ কোচবিহার স্টেশন। সেখান থেকে গাড়ি করে যেতে পারবেন এই শিবের মন্দিরে।

Related Articles