প্রযুক্তি

বাজারে আসল ট্রান্সপারেন্ট ইস্কুটার! এখনই জেনে নিন বিস্তারিত

Transparent E-Scooter

The Truth of Bengal, Mou Basu: অভিনব ডিজাইনের বৈদ্যুতিক স্কুটার সামনে এনে তাক লাগিয়ে দিল জিতেন্দ্র ইভি টেক(Jitendra EV Tech)। চিরাচরিত নকশার বিপরীত পথে হেঁটে একটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ডিজাইনের বৈদ্যুতিক স্কুটার সামনে এনেছে তাঁরা। যার নাম Primo।  ট্রান্সপারেন্ট ডিজাইনের বৈদ্যুতিক স্কুটারের বাইরে থেকে সব কলকব্জা দেখা যাবে। নতুন এই ই-স্কুটারের দাম ৭৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।

তবে জিতেন্দ্র ইভি টেকের তরফে জানানো হয়েছে এখনই বাণিজ্যিক ভাবে তৈরি করা হবে না Primo-র প্রদর্শিত ট্রান্সপারেন্ট মডেল।  বৈদ্যুতিক স্কুটার ৬০ ভোল্ট, ২৬ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাকের সঙ্গে এসেছে। ফুল চার্জে যা ৬৫ কিলোমিটার রেঞ্জ দেবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ৫২ কিলোমিটার। জিতেন্দ্র প্রাইমো টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং স্প্রিং কয়েল সমেত হাইড্রোলিক সাসপেনশনে ছুটবে।

প্রাইমোর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে হাই, স্পিড, এবং বুস্ট রাইডিং মোড, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এলইডি ল্যাম্প, ইউএসবি চার্জিং, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, থার্মাল প্রোপাগেশন অ্যালার্ট এবং রিভার্স অ্যাসিস্ট। ইলেকট্রিক স্কুটারটির ১০ ইঞ্চি হুইলে রয়েছে ৯০/৯০ সেকশন টিউবলেস টায়ার। ব্রেকিংয়ের জন্য সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক বর্তমান। তিন বছরের ওয়ারেন্টি অফার করা হচ্ছে। আর ব্যাটারিতে দু’বছরের এবং এক বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি রয়েছে।

Free Access