প্রযুক্তি

থাকবে ৫২ ঘন্টা চার্জ, নতুন ইয়ারবাডস আনল Realme

Realme launches new earbuds with 52-hour charge

Truth Of Bengal: ভারতের বাজারে এল Realme Buds Air 7। এই TWS (True Wireless Stere o) ইয়ারফোনগুলি একবার চার্জ দিলে ১৩ ঘণ্টা চলবে। Realme Buds Air 7 এটির কেসের মধ্যে রাখলেও ৫২ ঘণ্টা চার্জ থাকবে। এই ইয়ারফোনগুলিকে ধুলো এবং জলে প্রতিরোধের জন্য IP55 রেটিং দেওয়া হয়েছে। এতে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটির LHDC 5.0 অডিও কোডেক এবং 52dB অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) এবং 12.4mm বাজ ড্রাইভার ফিচার রয়েছে।

ভারতের বাজারে Realme Buds Air 7-এর দাম রাখা হয়েছে ৩২৯৯ টাকা। পাশাপাশি, রিয়েলমি সংস্থা এই ইয়ারবার্ডে কিছু অফারও দিচ্ছে। ব্যবহারকারীরা লঞ্চ অফারে এটি মাত্র ২৭৯৯ টাকায় কিনতে পারবেন। ২৪ মার্চ দুপুর ১২টা থেকে এই ইয়ারবাডের বিক্রি শুরু হবে । এটি সোনালি, বেগুনি এবং সবুজ রঙে পাওয়া যাবে। ব্যবহারকারীরা এটি ই-কমার্স প্লাটফর্ম Flipkart-এর পাশাপাশি Realme-এর ই-স্টোর এবং বিভিন্ন দোকান থেকেও কিনতে পারবেন।

Related Articles