ছবি দেখেই PIGEON বলে দেবে আপনি কোথায় রয়েছেন!
PIGEON will tell you where you are by looking at the picture!

The Truth Of Bengal, Mou Basu : না, এই কবুতর বা পায়রা আপনার চিঠি আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দেবে না। উল্টে এই পায়রা আপনার ছবি দেখেই বলে দেবে আপনি কোন জায়গায়, কোথায় আছেন। ইংরেজিতে পায়রাকে বলা হয় Pigeon। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তৈরি করেছেন PIGEON নামে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির।
PIGEON নামক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ছবি দেখেই নিখুঁত ভাবে বলে দেবে ছবির জিও লোকেশন। কোন জায়গায় ছবি তোলা হয়েছে তাও ৯৫% নিখুঁত ভাবে বলতে পেরেছে। বেশিরভাগ সময় এআই প্রযুক্তি PIGEON বলে হয়েছে যেখানে ছবি তোলা হয়েছে তার ৪০ কিলোমিটার আশপাশে কী রয়েছে। ছবির বিশ্লেষণও করতে সক্ষম এআই প্রযুক্তি PIGEON।
Google Street view এর ডেটাবেস বা তথ্যভাণ্ডারকে কাজে লাগিয়ে নয়া এআই প্রযুক্তি PIGEON নিখুঁত ভাবে বলতে পারে ছবি তোলার জায়গার আশপাশের ভূবৈচিত্র্য, কী কী দর্শনীয় স্থান আছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, জমি সমীক্ষার কাজে এআই প্রযুক্তি PIGEON কাজে লাগতে পারে। প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও কার্যকরী পদক্ষেপ নিতে পারে PIGEON।
FREE ACCESS