প্রযুক্তি

চিনে ম্যারাথনে দৌড়বে মানুষ ও রোবট

Humans and robots to run marathon in China

Truth of Bengal: মৌ বসু: প্রযুক্তিতে এবার গোটা বিশ্বকে তাক লাগাতে চলেছে চিন। অভিনব এক ম্যারাথনের আয়োজন করতে চলেছে চিন। চিনের রাজধানী বেজিংয়ের ডেক্সিনে এপ্রিলে বসতে চলেছে এমন এক ম্যারাথন যেখানে মানুষ ও রোবট পাশাপাশি দৌড়বে। ২১ কিলোমিটার দীর্ঘ পথে হবে ম্যারাথন দৌড়। মানুষ হোক কিংবা রোবট, প্রথম ৩ বিজয়ীর জন্য থাকবে পুরস্কারমূল্য ও পদক।

চিনা সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ১২ হাজার মানুষের পাশাপাশি ২০টি বিভিন্ন সংস্থার তৈরি রোবট অংশ নেবে ম্যারাথনে। রোবটের নির্দিষ্ট মাপজোক ও গাইডলাইন উল্লেখ করা হয়েছে। ০.৫-২ মিটার উঁচু হতে হবে রোবট। পাছা থেকে পায়ের পাতা পর্যন্ত দূরত্ব ০.৪৫ মিটার। রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত আর স্বয়ংক্রিয় রোবট ম্যারাথনে অংশ নিতে পারবে। ম্যারাথন চলাকালীন সংস্থা চাইলে রোবটের ব্যাটারি বদলাতে পারে। তবে একমাত্র হিউমানয়েড রোবট মানে মানুষের মতো দেখতে রোবট অংশ নিতে পারবে ম্যারাথনে।

Related Articles