
The Truth of Bengal,Mou Basu: আধুনিক কেতাদুরস্ত স্মার্টফোন এখন জীবনের জিয়নকাঠি হয়ে উঠেছে। যোগাযোগের মাধ্যম বা বিনোদনের গুরুত্বপূর্ণ অঙ্গই শুধু নয় চোখের নিমেষে অনেক গুরুত্বপূর্ণ কাজই সেরে ফেলা যায় স্মার্টফোনের মাধ্যমে। যেমন, হাতের মুঠোয় থাকা স্মার্টফোন বা ট্যাবলেটের সাহায্যে প্রিন্টারের কম্পিউটার ছাড়াই আপনি খুব সহজে প্রিন্ট দিতে পারবেন।
কীভাবে তারবিহীন ভাবে কম্পিউটারের সাহায্য ছাড়াই অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটের মাধ্যমে খুব সহজে প্রিন্ট দেওয়া যাবে?
অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটে ইন বিল্ট প্রিন্ট দেওয়ার অপশন আছে। যথাযথ অ্যাপ ইনস্টল করতে হবে।
প্রথমে ফোনের সেটিংসে যান। কানেক্টেড ডিভাইস অপশনে ক্লিক করুন। এরপর খুলে যাবে কানেকশন প্রেফারেন্সস অপশন। ওটাতে ক্লিক করলে আসবে প্রিন্টিং অপশন।
এবার অ্যাড সার্ভিস অপশনে সিলেক্ট করতে হবে। গুগল প্লে স্টোর অপশন খুলে যাবে। আপনি যে ব্র্যান্ডের প্রিন্টার ব্যবহার করেন সেই ব্র্যান্ডের অ্যাপ ইনস্টল করতে হবে। যে ফাইল মোবাইলে আছে যা আপনি প্রিন্ট আউট নিতে চান, তার ডান দিকের ওপরে তিনটি ডট আসবে। ওটাতে প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার প্রিন্টার দেখাবে। প্রিন্টার না দেখালে সিলেক্ট করুন প্রিন্টার। অল প্রিন্টারস অপশনে গিয়ে অ্যাড প্রিন্টার অপশনে যান। আপনার নির্দিষ্ট প্রিন্টারের প্রিন্ট সার্ভিস (কী রকম প্রিন্ট দিতে চান) বেছে নিয়ে প্রিন্ট বোতাম টিপুন।