প্রযুক্তি

গণিত শেখাবে গুগল ফটোম্যাথ

Google PhotoMath will teach math

The Truth Of Bengal:  গণিতের কথা শুনলেই অনেকের হৃৎকম্প শুরু হয়ে যায়। গুগল ‘গুগল ফটোম্যাথ’ নামে নতুন এডুকেশনাল অ্যাপ এনেছে যা সহজেই গণিত শেখাবে। ছবি তুলে এই অ্যাপে আপলোড করলেই নিমেষে গণিতের সমাধান হয়ে যাবে। গণিতের সমাধান করবে এআই বা কৃত্রিম মেধা প্রযুক্তি।
২০১৪ সালে ফটোম্যাথ অ্যাপ প্রথম বার চালু হয়। স্বাধীন অ্যাপ হিসাবে চালু হয় ফটোম্যাথ। ২০২৩ সালের মার্চে অ্যাপ কেনে গুগল।

কীভাবে কাজ করে ফটোম্যাথ অ্যাপ—
১) অ্যাপ চালু করুন। গণিতের সমাধান করতে ছবি তুলে নেবে ফোনের ক্যামেরা। ছবি বা হাতে লেখা দুই রকম ছবিই তুলে নেবে ক্যামেরা।
২) গণিতের সমাধান করবে এআই প্রযুক্তি। কীভাবে সমাধান হল তারও বিশদ তথ্য জানা যাবে।
৩) অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ স্টোরে মিলবে ফটোম্যাথ অ্যাপ।

FREE ACCESS

Related Articles