জানেন কি কোথায় প্রথম শুরু হয় বৈদ্যুতিক টিভির সম্প্রচার
Do you know where the first electric TV broadcasts started

Truth of Bengal,মৌ বসু: ১) দেশ-বিদেশে কী ঘটে চলেছে তা জানতে নিউজ চ্যানেল ছাড়া আজ সবার জীবন অচল। কিন্তু ১৯৩৬ সালে পরিস্থিতি এরকম ছিল না। টিভিতে সরাসরি সম্প্রচার কীভাবে হয় তা কেউ জানত না। ১৯৩৬ সালের ২ নভেম্বর। ইতিহাস সৃষ্টি হল বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী শহর লন্ডনে। লন্ডনের আলেকজান্দ্রা প্যালেস থেকে ১৯৩৬ সালের ২ নভেম্বর প্রথম বার টিভিতে সম্প্রচার হয়। আলেকজান্দ্রা প্যালেসের স্টুডিও থেকে প্রথম বার নিয়মিত হাই ডেফিনিশন টিভি সম্প্রচার শুরু করে বিবিসি।
২) উত্তর লন্ডনের ছোট্ট এক টিলার ওপর অবস্থিত আলেকজান্দ্রা প্যালেসকে বলা হয় বৈদ্যুতিন টিভি সম্প্রচারের ধাত্রীভূমি। ১৯৫০ সাল পর্যন্ত ইংল্যান্ডের একমাত্র টিভি স্টেশন ছিল আলেকজান্দ্রা প্যালেসেই। ১৯৫০ সালে দ্বিতীয় টিভি স্টেশন তৈরি হয় বার্মিংহামে।
৩) লোহা আর কাচ দিয়ে বিশাল এলাকা জুড়ে নির্মিত আলেকজান্দ্রা প্যালেসকে বলা হয় ‘পিপলস প্যালেস’ বা জনগণের রাজপ্রাসাদ। ১৮৭০ সালের মাঝামাঝি সময় পর্যন্ত এখানে ছিল একটি ডেয়ারি ফার্ম। তারপরই বিশাল এলাকা জুড়ে নির্মিত হয় অসাধারণ ভিক্টোরিয়ান স্থাপত্যশৈলী আলেকজান্দ্রা প্যালেস। স্থানীয় বাসিন্দারা আদর করে ডাকে ‘অ্যালি প্যালি’ নামে।
৪) ১৯৩৫ সালে বিবিসি এই রাজপ্রাসাদেই টিভি সম্প্রচারের জন্য স্টেশন গড়ে তোলার পরিকল্পনা করে। টিভি সম্প্রচারের জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ৬০০ মিটার ওপরে রাখতে হয় ট্রান্সমিটার। সেদিক থেকে আলেকজান্দ্রা প্যালেস একেবারে আদর্শ কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৪০০ মিটার।
৫) যে সময় বিবিসি এখানে টিভি স্টেশন গড়ার পরিকল্পনা করে সে সময় টিভি সেটের দাম পড়ত মোটামুটি ১০০ পাউন্ডের মতো। তাই সাধারণ মানুষ টিভি কেনার অত পক্ষপাতি ছিল না। সে জন্য প্রথম দিনে টিভির সম্প্রচার গ্রেটার লন্ডন এলাকার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। ১৯৩৬ সালের ২ নভেম্বর বিবিসির প্রথম আনুষ্ঠানিক টিভি সম্প্রচারের দর্শক সংখ্যা ছিল মাত্র ৫০০ জন।
৬) ছুটিতে থাকায় সেদিন বিবিসির অধিকর্তা লর্ড জন রিথ নিজেই প্রথমদিনের সম্প্রচারের সময় সশরীরে হাজির থাকতে পারেননি। প্রথমদিনের অফিশিয়াল ওপেনিংয়ে ঘোষক ছিলেন লেসলি মিশেল। প্রথম দিনে নাচগানের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
৭) আলেকজান্দ্রা প্যালেসের ডাইনিং রুমে ২টি টিভি স্টুডিও তৈরি হয়। স্টুডিও এ-তে ছিল ম্যারকোনি-ইএমআই এমিট্রন সিস্টেম আর স্টুডিও বি-তে ছিল বেয়ার্ড কোম্পানির কাম্বারসম ফিল্ম টেকনিক। কাম্বারসম টেকনিককে হারিয়ে বাজিমাত করে ম্যারকোনি-ইএমআইয়ের এমিট্রন ক্যামেরার প্রযুক্তিই।
৮) ১৯৩৬ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমল ছাড়া ১৯৫০ সাল পর্যন্ত আলেকজান্দ্রা প্যালেসই ছিল বিবিসির মূল টিভি প্রোডাকশন সেন্টার। ১৯৫৩ সালে এখান থেকেই সম্প্রচারিত হয় রানি দ্বিতীয় এলিজাবেথের আনুষ্ঠানিক অভিষেকের অনুষ্ঠান। ১৯৫৬ সালের পর থেকে মূলত বিবিসির খবর সম্প্রচার করা হত আলেকজান্দ্রা প্যালেস থেকে।
৯) ১৯৫ একরের বিশাল এলাকার ওপর তৈরি হয়েছে আলেকজান্দ্রা প্যালেস। রাজপ্রাসাদের মোট আয়তনই ৭ একর। প্রতিবছর বহু দর্শনার্থী আসেন উত্তর লন্ডনের দ্রষ্টব্য স্থান আলেকজান্দ্রা প্যালেসে। ভাঙাচোরা আলেকজান্দ্রা প্যালেসের ভিক্টোরিয়ান আমলের থিয়েটারকে সারিয়ে ২০১৮ সালেই দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে কর্তৃপক্ষ।