প্রযুক্তি

চ্যাটিং হবে আরও আকর্ষণীয়! নয়া ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

Chatting will be more interesting! WhatsApp is introducing a new feature

Truth Of Bengal:  মৌ বসু : ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের চ্যাটিংকে আরও বেশি করে আকর্ষণীয় করে তুলতে সম্প্রতি একটি নতুন ফিচার টাইপিং ইন্ডিকেটর নিয়ে পরীক্ষা শুরু করেছে মেটা। এই ফিচার আরও আনন্দদায়ক করে তুলবে চ্যাটিং। ব্যক্তিগত চ্যাট এবং গ্রূপ চ্যাট, দু’জায়গাতেই পাওয়া যাবে নতুন ফিচারের সুবিধা।

হোয়াটসঅ্যাপের নয়া ফিচার অনুযায়ী, যখন কেউ একটি মেসেজ টাইপ করবে, এই বৈশিষ্ট্যটি আপনার চ্যাট স্ক্রিনের নীচে ‘…’ ভিজ্যুয়াল ইঙ্গিত প্রদর্শন করবে। যে ব্যক্তি টাইপ করছেন তার প্রোফাইল ছবি-সহ। এটি গ্রুপ চ্যাটে বিশেষভাবে সহায়ক যেখানে একাধিক ব্যক্তি একই সময়ে মেসেজ পাঠাতে পারে। এই নতুন টাইপিং ইন্ডিকেটর ফিচারটি চ্যাট স্ক্রিনের শীর্ষে উপস্থিত অপশনগুলির মধ্যে যোগ করা হবে। যার ফলে আপনি যার সাথে চ্যাট করছেন তিনি সক্রিয়ভাবে প্রতিক্রিয়া লিখছেন কিনা তা সহজে জানা যাবে।

iOS এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যই আনা হচ্ছে ফিচারটি। যদি এই নয়া ফিচারটি না পান, তা’হলে অবশ্যই গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপের নতুন ভার্সন ডাউনলোড করতে হবে।

Related Articles