প্রযুক্তি

কিবোর্ডের ক্লিকের আওয়াজ শুনেই পাসওয়ার্ড বুঝে যাবে এআই

AI will understand the password just by listening to the sound of keyboard button tapping

The Truth Of Bengal, Mou Basu : প্রতিদিন বিজ্ঞানের নিত্যনতুন অগ্রগতি হচ্ছে। বিশেষ করে কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তি প্রায় প্রতিদিন আরও বেশি করে ক্ষুরধার হয়ে উঠছে। যেমন, কিবোর্ডের বোতামের টাইপ করার আওয়াজ শুনেই কৃত্রিম মেধা বা এআই বুঝে যাবে কী বোতাম টেপা হয়েছে। মুহূর্তের মধ্যে সহজে কী পাসওয়ার্ড টাইপ করা হয়েছে তা বুঝে ফেলবে কৃত্রিম মেধা বা এআই। এমনকি জুম বা স্কাইপে ভিডিও কলে মিটিংয়ের সময়ও কী বোতাম টেপা হয়েছে তা স্রেফ আওয়াজ শুনেই কৃত্রিম মেধা বুঝে যাবে।

ব্রিটিশ বিজ্ঞানীরা এমনই এক কৃত্রিম মেধা প্রযুক্তি তৈরি করেছেন যা কিবোর্ডের টাইপের আওয়াজ শুনেই পাসওয়ার্ড বুঝে যাবে। এই গবেষণায় স্মার্টফোনকে মাইক্রোফোন হিসাবে ব্যবহার করা হয়েছে। স্মার্টফোন রাখা হয় ল্যাপটপের পাশে। এক্ষেত্রে M16 চিপযুক্ত 1Macbook Pro ল্যাপটপ আর আইফোন 13 Mini স্মার্টফোন ব্যবহার করা হয়। গবেষণায় বিজ্ঞানীরা ল্যাপটপের কিবোর্ডের সাহায্যে টাইপ করেন। শব্দ শুনেই কৃত্রিম মেধা কতগুলো শব্দ টাইপ করা হয়েছে তা বুঝে যায়। ৯৫% সঠিক ভাবে পাসওয়ার্ড বুঝে ফেলে কৃত্রিম মেধা। হাতেকলমে এই গবেষণা সারতে বিজ্ঞানীরা জুম বা স্কাইপে ভিডিও কলের মধ্যে একই পদ্ধতি অবলম্বন করেন বিজ্ঞানীরা।

স্কাইপের ক্ষেত্রে এআই ৯২% সঠিক ভাবে পাসওয়ার্ড বুঝে ফেলেছে। জুম কলের ক্ষেত্রে কৃত্রিম মেধা ৯৩% সঠিক ভাবে পাসওয়ার্ড চিনেছে। গবেষণার সময় ল্যাপটপের চেয়ে ১৭ সেন্টিমিটার দূরে রাখা হয়েছিল আইফোন। গবেষকরা কৃত্রিম মেধাকে প্রশিক্ষণ দিতে স্পেকটোগ্রাম আর সাউন্ড ওয়েভের মাধ্যমে অডিও রেকর্ডিংকে ছবিতে পরিণত করেছেন। এআই বা কৃত্রিম মেধার হাত থেকে পাসওয়ার্ডকে রক্ষা করতে গবেষকরা কিবোর্ডে টাইপ করার সময় হাতের ১০ আঙুল ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, পাসওয়ার্ড বড়ো অক্ষরে, ছোট অক্ষরে ও স্পেশাল কারেক্টার ব্যবহারের ওপরও জোর দিচ্ছেন তাঁরা।

 

FREE ACCESS

Related Articles