চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায়, এআই-এর সাহায্যে জন্ম নিল মানব শিশু
A new chapter in the history of medical science, with the help of AI, human baby born

Truth of Bengal: নিউ ইয়র্ক ও মেক্সিকোর একদল চিকিৎসক চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে জন্ম নিল এক সুস্থ পুত্রসন্তান। বিশ্বে এই প্রথম কোনো শিশুর জন্ম এআই পরিচালিত ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) পদ্ধতিতে হলো।
সম্প্রতি ‘রিপ্রোডাকটিভ বায়োমেডিসিন অনলাইন’ নামক একটি জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফলাফল। গবেষকদের দাবি, এই বিশেষ পদ্ধতিতে শুক্রাণু বাছাই, নিষেক এবং ভ্রূণ তৈরির পুরো প্রক্রিয়া সম্পূর্ণভাবে পরিচালিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। ফলাফলও এসেছে দারুণ—একজন মধ্যবয়সী মহিলার গর্ভে সফলভাবে জন্ম নিয়েছে সুস্থ সন্তান।
গবেষণায় দেখা গেছে, ৪০ বছর বয়সী এক মহিলার ক্ষেত্রে একাধিকবার আইভিএফ পদ্ধতি ব্যর্থ হওয়ার পর চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন এআই ব্যবহারের। শুরুতে তার শরীর থেকে নেওয়া হয় পাঁচটি ডিম্বাণু। পরে বিশেষ এক প্রক্রিয়ায় (আইসিএসআই) দাতার শরীর থেকে নেওয়া শুক্রাণু ইনজেক্ট করা হয় ওই ডিম্বাণুতে। এই পুরো প্রক্রিয়া পরিচালিত হয় স্বয়ংক্রিয় এআই সিস্টেমের মাধ্যমে। পাঁচটি ডিম্বাণুর মধ্যে চারটি সফলভাবে নিষিক্ত হয়।
চিকিৎসকেরা এই পদ্ধতির নাম দিয়েছেন ‘অটোমেটেড আইভিএফ’। তাদের মতে, এই প্রযুক্তির মাধ্যমে আইভিএফের সাফল্যের হার অনেকটাই বেড়ে যাবে, কারণ এখানে মানুষের ভুলভ্রান্তির সুযোগ কমে যাবে অনেকটাই।
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বন্ধ্যাত্বের সমস্যার মাঝেই এ এক আশার আলো। জীবনযাত্রার পরিবর্তন, খাদ্যাভ্যাস, বিভিন্ন শারীরিক জটিলতার কারণে বহু দম্পতি সন্তান নিতে পারছেন না। তাদের জন্য এই প্রযুক্তি হতে পারে এক নতুন সমাধান। গবেষকেরা বলছেন, এআই পরিচালিত এই চিকিৎসা ভবিষ্যতের গর্ভধারণ প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখতে চলেছে। এটি শুধু চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে নয়, মানবজাতির ভবিষ্যতের জন্যও এক যুগান্তকারী আবিষ্কার।