একসঙ্গে ৪টি ডিভাইসে দেওয়া যাবে চার্জ! অল ইন ওয়ান ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ড আনল Portronics
4 devices can be charged at the same time! All in one wireless charging stand by Portronics

The Truth Of Bengal : আজকালকার কর্মব্যস্ত জীবনে অনেকেই স্মার্টফোনের পাশাপাশি স্মার্টওয়াচ ও ইয়ারবাডের মতো নানান রকম বৈদ্যুতিক গ্যাজেট ব্যবহার করেন। এবার একসঙ্গে এসব বৈদ্যুতিক গ্যাজেট চার্জ দেওয়া সত্যিই হ্যাপার। কারণ, প্রতিটি গ্যাজেটের ভিন্ন ভিন্ন চার্জার, আর একসঙ্গে একই জায়গায় সেগুলিকে প্লাগ ইন করাও যায়না। তবে এবার আর এই ঝামেলা থাকছে না। এখন থেকে প্রয়োজনের গ্যাজেটগুলি চার্জ দিতে আলাদা চার্জার রাখতে হবে না। কারণ ঝামেলা থেকে মুক্তি দিতে দেশের অ্যাক্সেসরিজ নির্মাতা সংস্থা Portronics নতুন ধরনের Portronics Bella 2 Wireless Charging Stand আনল। পোর্ট্রোনিক্স বেলা ২ ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে মাত্র ২,৪৯৯ টাকার বিনিময় কেনা যাবে। এছাড়াও এটি অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart) বা বিভিন্ন অনলাইন এবং অফলাইন স্টোর থেকেও কেনা যাবে।
এই অল ইন ওয়ান ওয়ারলেস চার্জিং স্ট্যান্ডে ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে একই সঙ্গে তিনটি আলাদা যন্ত্র চার্জ দেওয়া যাবে। আবার এর সঙ্গে আছে একটি ইউএসবি পোর্টও, যার ফলে অন্য যন্ত্রও চার্জ দেওয়া যাবে। অর্থাৎ এটিতে একবারে একসঙ্গে মোট চারটি যন্ত্র চার্জ দেওয়া যাবে।
পোর্ট্রোনিক্স বেলা ২ অল-ইন-ওয়ান ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডটিতে ১৫ ওয়াটের ক্যাপাসিটি আছে। এতে একসঙ্গে একাধিক যন্ত্র চার্জ দেওয়ার জন্য ৩টি ডেডিকেটেড ইন্ডাকশন ওয়্যারলেস চার্জিং প্যাড রয়েছে। এই প্যাডগুলির কারণে বিভিন্ন চার্জিং এরিয়া থেকে স্মার্টফোন, স্মার্টওয়াচ ও ইয়ারবাড চার্জ করা যাবে। এদিকে, স্ট্যান্ডটি Qi-এনাবেলড্ ডিভাইসের পাশাপাশি অ্যাপল (Apple)-এর ম্যাগসেফ (MagSafe)-সাপোর্টেড প্রোডাক্টও সহজে চার্জ দেওয়া যাবে। স্ট্যান্ডের গোড়ায় একটি স্ট্যান্ডার্ড ৫ ওয়াট ইউএসবি পোর্টও রয়েছে, যার সাহায্যে কেবল দিয়েও যেকোনো যন্ত্র চার্জ দেওয়া যাবে। এছাড়াও চারটি ব্রাইটনেস লেভেলও ডিসপ্লে করা রয়েছে। এর সঙ্গে রয়েছে কনফিগারেবল ডিজিটাল অ্যালার্ম ক্লকও।