খেলা

পার্ক সার্কাসের মাঠ থেকে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুম, অবাক করবে সাইকা ইশাকের কাহিনী!

 

সাইকা ইশাক। পার্ক সার্কাসের মেয়ে। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর ক্রিকেট খেলার মাধ্যমে বাবার স্বপ্ন পূরণ করেছিলেন তিনি। বাংলা দলের হয়ে খেলার পর উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে নিজেকে প্রমাণ করেন। ১৫টি উইকেট নিয়ে তিনি প্রতিযোগিতার সেরা বোলার হওয়ার দৌড়ে ছিলেন।

আড়াই বছর আগে বাংলা দল থেকে বাদ পড়ার পর হতাশ হয়েছিলেন সাইকা। কিন্তু কোচ শিবসাগর সিংহের অনুপ্রেরণা ও কঠোর পরিশ্রমের ফলে তিনি আবার ঘুরে দাঁড়ান। আড়াই বছরের মধ্যেই ভারতীয় দলে সুযোগ পান তিনি।

বুধবার মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের হয়ে অভিষেক হয় সাইকার। অভিষেক ম্যাচেই তিনি ১০ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট নেন।

সাইকার কোচ শিবসাগর সিংহ বলেন, “আড়াই বছর আগে সাইকা আমাকে ফোন করে বাদ পড়ার কথা জানিয়েছিল। হতাশ হয়ে গিয়েছিল। কিন্তু এখন সে ভারতের জার্সি পরে খেলছে। এটা সত্যিই গর্বের। সাইকার উত্থানের পিছনে আমার অনেক পরিশ্রম রয়েছে। আমি তাকে বলেছিলাম, ভারতের হয়ে খেলা মানে শুধু জার্সিটা বদল হবে। যে ভাবে বল করে ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছে, সেটাই অনুশীলন করে যেতে।

Related Articles