খেলা

রোজা রেখেই মাঠ কাঁপাচ্ছেন ইয়ামল

Yamal is shaking the field while fasting

Truth Of Bengal: পবিত্র রমজান চলছে। তাই অনেক মুসলিম ধর্মাবলম্বী খেলোয়াড়রাই এখন রোজা রেখেই মাঠে নামছেন। কেউ বা দেশের হয়ে, আবার কেউ বা ক্লাবের হয়ে। তারপর খেলার মাঝেই একটু বিরতি নিয়ে নিয়ম করে ভাঙছেন রোজা-ও। এই তালিকায় রয়েছেন বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামল।

স্পেনের এই তারকা বর্তমানে তাঁর ক্লাব বার্সেলোনার হয়ে মাঠ কাঁপাচ্ছেন। মাত্র দিন কয়েক আগের ঘটনা বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন লামিনে ইয়ামল। সেই ম্যাচের ২৭ মিনিটে কাতালানদের হয়ে দ্বিতীয় গোলটা এসেছিল ইয়ামলের কাছ থেকেই। শুধু তাই নয়, রাফিনার করা প্রথম গোলটার ক্ষেত্রেও অ্যাসিস্ট করেছিলেন ইয়ামল।

এরপরই রোজা ভাঙার সময় আসতেই মাঠের ধারে জলপান করে রোজা ভাঙেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইয়ামলের এই ছবি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সকলেই প্রশংসায় ভরিয়ে দেন বার্সার এই তরুণ তারকাকে। এই প্রসঙ্গে স্পেনের এক সংবাদমাধ্যম জানায়, দেশের হয়ে রোজা রেখে বৃহস্পতিবার উয়েফা নেশন লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামবেন ১৭ বছর বয়সী এই তারকা। এমনকি রবিবারও ডাচদের বিপক্ষে একইভাবে মাঠে নামতে দেখা যাবে স্পেনের তারকাকে।

এই প্রসঙ্গে ইয়ামল জানান, ‘আমার রোজা রেখে খেলতে কোনও অসুবিধা হয় না। এমনকি মাঠে এত পরিশ্রম করলেও মনেই হয় না আমি রোজা রেখে খেলছি, এবং আমার কোনও অসুবিধা হচ্ছে। তবে রোজা পালনের সময় নজর রাখা আমি ইলেক্ট্রোলাইন জাতীয় জল খাই। যাতে শরীরে জলের অভাব না ঘটে।’

Related Articles