খেলা

সিকিমের বিরুদ্ধে তিলকের দুরন্ত শতরান, তিলকের ইনিংসে চার-ছয়ের বন্যা

Tilak century at ranji

The Truth of Bengal: সিকিমের বিরুদ্ধে প্লেট গ্রুপের ম্যাচে দুরন্ত শতরান করেন তিলক বর্মা। চলতি রঞ্জি মরশুমে ২টি ম্যাচের সাকুল্যে ২টি ইনিংসে ব্যাট করতে নামেন তিলক। আর ২টি ইনিংসেই সেঞ্চুরি করেন হায়দরাবাদ দলনায়ক। এখনও পর্যন্ত একবারও আউট হননি তিনি। এদিন সিকিমের বিরুদ্ধে ঝোড়ো শতরান উপহার দেন তিনি।

সিকিমের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে তিলক ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১১ বলে শতরানের গণ্ডি টপকে যান। তিলক  শেষমেশ ১০৩ রানে নট-আউট থাকেন। অধিনায়ক শতরানে পৌঁছনো মাত্রই হায়দরাবাদ তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়।

তিলক এর আগে সোভিমাতে নাগাল্যান্ডের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১২ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট-আউট থাকেন। ফলে ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ডের মাঠে নামার আগে রঞ্জিতে নিজের ব্যাটিং প্র্যাকটিস সেরে ফেললেন আইপিএল-এর মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার তিলক বর্মা। প্রসঙ্গত, এই ম্যাচে সিকিমকে প্রথম ইনিংসে ৭৯ রানে অল-আউট করে দেয় তিলকের হায়দরাবাদ।

Related Articles