
The Truth of Bengal: বিশ্বকাপের পরেই প্রত্যেকটা দল তাদের নিজেদের মতো করে খেলোয়াড় বেছে দলটাকে আরো মজবুত করার চেষ্টা করছে। কেকেআর থেকে গুজরাট টাইটান্স ২০২৪ এর আইপিএল এর কথা মাথায় রেখে দলকে পুনরুজ্জীবিত করতে চাইছে। গুজরাট টাইটান্স থেকে হার্দিক আগেই সরে গেছে, দলের নতুন অধিনায়ক করা হয়েছে শুভমান কে । ২০২৪ এ শুভমানের নেতৃত্বে গোটা দল আইপিএলের লড়াইয়ে নামবে। হার্দিক পান্ডিয়া চলে যাওয়াই বেশ ক্ষতি হয়েছে দলের ।
সেই জায়গা পূরণ করার জন্য শুভমানকে যেমন বেছে নেওয়া হয়েছে তার পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়ের দিকে নজর রয়েছে গুজরাট টাইটানসের।তার মধ্যে অন্যতম ট্রাভিস হেড ড্যারিল মিচেল, জেরাল্ড কোয়েৎজি। ২৪ বছর বয়সে তরুণ খেলোয়াড় শুভমান কে দায়িত্ব দেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করেছে টাইটান্সের কর্তারা। এর আগে বহু ম্যাচে নিজের সেরাটা দিয়েছে শুভমান, তাই দল তার উপরে চোখ বুজে ভরসা করেছে।
তাছাড়াও রোহিত বিরাটদের পরবর্তী হিসেবে ধরা হয় সশুভমানকে পাশাপাশি দল দায়িত্ব দিতে চাইছে বিদেশি খেলোয়াড়দেরকেও। এ বারের বিশ্বকাপ ফাইনালে একার কাঁধে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন হেড, তার পারফরমেন্স নজর কেড়েছে। ভারতের বিরুদ্ধে দু’টি ম্যাচেই শতরান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার জার্সিতে নজর কেড়েছেন কোয়েৎজি। তাঁর বলে গতি রয়েছে। এ কারণেই মজবুত দল করতে চাইছে গুজরাট টাইটান্স পাখির চোখ ২০২৪। সেরাদেরকে সে কারণেই বেছে নিয়েছে গুজরাট।