
The Truth Of Bengal: বিশ্বকাপ শুরু হতে আর কয়েকটা মাসের অপেক্ষা । সব দলের পাখির চোখ এই টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে । এদিকে ক্রিস গেইল তাকিয়ে রয়েছেন ভারত ও পাকিস্তানের দিকে। এবার তিনি একটি সাক্ষাৎকারে বললেন , গত বছর আমেরিকায় প্রথমবার টি-২০ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল । এই প্রতিযোগিতা দারুন সাড়া ফেলেছিল । এবারো তাই হবে । এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার হিট হবে বলে মত তাঁর । তিনি আরো বলেছেন , আইসিসি চাইছে ক্রিকেটকে গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে। সেটাই হতে চলেছে আগামী জুনে ।ক্রিকেটের সব চেয়ে বড় ম্যাচ এবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মাধ্যমে ছড়িয়ে পড়বে বলেই তার মত ।
এই ম্যাচের হাত ধরেই আইসিসি বাজার ধরতে চাইছে বলে তিনি উল্লেখ করেছেন। এমনিতেই ভারত পাকিস্তান ম্যাচ মানে দু দেশেরই ক্রিকেটারদের নজর থাকে এদিকে । এবার বিশ্বকাপেও সেই তাপ যে বাড়বে তা স্পষ্ট তা, এতদিন আগেই তার আঁচ করতে পারছেন ক্রিস গেইল।
ভারত এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল যে অনেক ভেবে চিনতেই ঘোষণা করবে তার স্পষ্ট ক্রিস গেইলের কাছে । এবার বোর্ড দল বেছে নেবার জন্য আইপিএলের খেলা কে দেখবে বলেই জানা গেছে । আইপিএলে কোন খেলোয়ার কেমন পারফর্ম করবে তারপরেই বেছে নেওয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল , এমনটাই জানা গেছে।
FREE ACCESS