খেলা

অস্ট্রেলিয়ায় সিরিজ হারের জন্য দায়ী বিরাট-রোহিতের ব্যর্থতা

The failure of Virat-Rohit was responsible for the series loss in Australia

Truth Of Bengal : চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজে ভারত ধরাশায়ী হয়েছে। একজন প্রাক্তন ক্রিকেটার হিসাবে এটা আমার কাছে খুবই দুঃখের বিষয়। এই সিরিজে হারের কারণগুলি যদি বিশ্লেষণ করতে বসে অনেকগুলি কারণই আমার সামনে উঠে আসছে। তারমধ্যে অন্যতম হল ভারতের টপ ব্যাটিং লাইনআপের ব্যর্থতা।

এই সিরিজে ভারতীয় দল যাঁদের ওপর বিশেষ ভরসা করেছিল, তাঁরা প্রত্যেকেই ডাহা ফেল করেছেন। আর সেই তালিকায় অবশ্যই থাকবেন ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার। একজন হলেন অধিনায়ক রোহিত শর্মা এবং অন্যজন অবশ্যই বিরাট কোহলি। রোহিত এবং বিরাট দুজনেই গোটা সিরিজটাতে যেভাবে দলের ব্যর্থ হয়েছেন তাতে তাঁদের নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আমার মনে হয়েছে, সময় থাকতে থাকতে জুনিয়ারদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত। কিন্তু বিরাট-রোহিত কেন সেটা এখনও ভাবছেন না আমার বোধগোম্য হচ্ছে না। ওঁরা দুজনেই গ্রেট ব্যাটার এই বিষয়ে কোনও সন্দেহ নেই। পাশাপাশি এটাও ওঁদের মাথায় রাখতে হবে দীর্ঘদিন ফর্ম না থাকলে দলে নিজের জায়গা আকঁড়ে থাকা ঠিক নয়। এরপর বোর্ড যদি কোনও সিদ্ধান্ত নেয় তাহলে সেটা এই দুজনের ক্ষেত্রে একেবারেই মঙ্গল নয়। গোটা সিরিজে বিরাট একটা ইনিংসে রান পেলেও বাকিগুলিতে একেবারেই ব্যর্থ। রোহিতের অবস্থা আরও খারাপ। এঁরা দুজনেই ব্যর্থ হতেই চাপ পড়ে পুরো দলের ব্যাটিং লাইনআপে। আর চাপ নেওয়ার মতো একমাত্র কিছুটা লড়াই করলেন যশস্বী, কেএল রাহুল, পন্থ, নীতীশরা। কিন্তু তা সিরিজ ক্ষেত্রে যথেষ্ট ছিল না। অধিকাংশ ম্যাচেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। দলের সিনিয়ার ব্যাটার হিসাবে এই সিরিজে হারের দায় অবশ্যই নিতে হবে রোহিত-বিরাটকে। দায় এড়াতে পারেন না শুভমন-ও। আর কবে যে তিনি ব্যাট হাতে রান পাবেন, তা হয়ত স্বয়ং ঈশ্বরই জানেন।

এর পাশাপাশি বলতে দ্বিধা নেই, বর্তমান দলের যিনি ব্যাটিং কোচ সেই অভিষেক নায়ারের পারফরম্যান্স নিয়ে এখনই ডেকে জিজ্ঞাসা করা উচিত বোর্ড কর্তাদের। আসলে এই ভারতীয় দলটায় পুরোটাই পরিচালনা করছেন বকলমে কেকেআর-কোচিং স্টাফরা। এটা একেবারেই ঠিক নয় বলে আমার মনে হয়।

এরপর ব্যাটিং-র পাশাপাশি বোলিং বিভাগের যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে, একমাত্র বুমরা ছাড়া বাকি সব বোলারই ব্যর্থ। আসলে বুমরা যোগ্য উত্তরসূরী হিসাবে যাঁকে দলে নেওয়া উচিত ছিল সেই শামিকেই দলে নিলেন না নির্বাচকরা। যার ফল হল এই ব্যর্থতা। তবে নীতীশের উত্থান অবশ্যই একটা ভাল দিক। বুমরাকে দূরন্ত ছন্দে পাওয়া এবং নীতীশের মতো তরুণ ক্রিকেটারের উত্থান, এটাই এই সিরিজে আমাদের পাওনা। বাকি সব শূন্য।

Related Articles