খেলা

সৈয়দ মোদি ব্যাডমিন্টনে খেতাব জয় সিন্ধুর

Syed Modi wins badminton title with Sindhu

Truth Of Bengal: অবশেষে ট্রফির খরা কাটল ভারতীয় শাটলার পিভি সিন্ধুর। চলতি বছরের সৈয়দ মোদি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করতে সমর্থ হলেন ভারতের দুবারের অলিম্পিকে পদকজয়ী শাটলার। ফাইনালে সিন্ধুর কাছে হার মানলেন চিনের উ লুয়ো ইউ। শুধু সিন্ধুই নয়, পাশাপাশি খেতাব জয় করেছেন আরও দুই ভারতীয় শাটলার। তাঁরা হলেন লক্ষ্য সেন এবং তৃষা জলী ও গায়ত্রী গোপীচাঁদ জুটি।

প্রসঙ্গত, বাকি দুটি ফাইনালেও ভারতীয় শাটলাররা থাকলেও তাঁরা কেউই খেতাব জয় করতে পারেননি। এঁরা হলেন, পৃথ্বী কৃষ্ণমূর্তি এবং সাই প্রতীক। চিনের হুয়াং ডি এবং লিউ ইয়াংয়ের কাছে পৃথ্বী এবং সাই জুটি হারেন যথাক্রমে ১৪-২১, ২১-১৯, ১৭-২১ পয়েন্টের ব্যবধানে।

অপর দিকে মিক্সড ডাবলসের ফাইনালে অনিশা ক্রাস্টো এবং ধ্রুব কপিল জুটিকেও হারতে হয় থাই শাটলারদের কাছে। খেলার ফল ২১-১৮, ১৪-২১ এবং ৮-২১।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই কোনও ট্রফি জয় করতে পারছিলেন না ভারতীয় শার্টলার। একের পর এক টুর্নামেন্টে খেতাব জয় হাতছাড়া হয়েছিল সিন্ধুর। অবশেষে বছরের শেষ মাসে এসে ফের খেতাব জয় করতে সমর্থ হলেন এই হায়দরাবাদী ব্যাডমিন্টন তারকা।

Related Articles