খেলা

সুযোগ হাতছাড়া করলেন সুনীলরা, গোল শূন্য ড্র সুনীলদের

Sunil missed the opportunity, Sunil's goalless draw

The Truth of Bengal: ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য বহু  ম্যাচ খেলতে হবে ভারতকে। এর মধ্যে সৌদি আরবের আভায় সুনীল ছেত্রীরা নেমেছিল আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার জন্য। ভারতীয় ফুটবল টিম এদিন গোল করতে পারেনি, সুনীল ছেত্রীরা বিপক্ষ টিমকেও গোল করতে দেয়নি। অর্থাৎ গোল শূন্য ড্র দিয়েই ম্যাচ শেষ হয় যদিও শুরু থেকে আক্রমনাত্মক মেজাজে খেলতে থাকেন ইগর স্টিম্যাচের ছেলেরা ।

তার ফলে একের পর এক গোলের সুযোগ তৈরি হয় যদিও সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি মানবির সিং, নিখিল পূজারীরা। এদিকে ৬২ মিনিটে সুযোগ পেয়েছিলেন আফগানিস্তানের আকবরি কিন্তু তারপরেও গোল করতে পারেনি আফগানিস্তান খেলোয়াড় । এই দিনের এই ম্যাচটা জিততে পারলে ছয় পয়েন্ট হয়ে যেত সুনীল ছেত্রীদের। ফিফা তালিকার ১৫৮ নম্বরে থাকা আফগানিস্তানের বিরুদ্ধে ১১৭ নাম্বারে থাকা ভারত আটকে গেল।

এই ড্র করার ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের  তৃতীয় রাউন্ডে যাওয়া খানিকটা কঠিন হয়ে গেল সুনীল ছেত্রীদের। তবে আফগানিস্তান , কুয়েত এবং কাতারের বিরুদ্ধে এখনো বাকি রয়েছে ম্যাচ । যদিও এই ম্যাচের পর ছেলেদের পারফরম্যান্সে খুশী হতে পারছেন না জাতীয় দলের কোচ  স্টিম্যাচ । ম্যাচের পর ইগর স্টিম্যাচ বলেছেন নিঃসন্দেহে আকর্ষণীয় ছিল এই ম্যাচ তবে ফলাফলে তিনি ভীষণ হতাশ কারণ তিন থেকে চারটি ভালো গোলের সুযোগ তৈরি হয়েছিল সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি সুনীলরা।

Related Articles