খেলা

বিশেষ ৪ জনকে গোল্ডেন টিকিট দাবি করছেন গাভাস্কার

Sunil Gavaskar wants golden ticket

The Truth of Bengal:  এবছর বিশ্বকাপের আগে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। বেশ কিছু বিশেষ ব্যক্তিত্বদের গোল্ডেন টিকিট দেওয়ার নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের বিশেষ ভাবে উদ্যোগ নিয়েছে তাঁদের আমন্ত্রন জানানোর। ইতিমধ্যেই অভিনেতা অমিতাভ বচ্চন এবং সচীন তেন্ডুলকারকে এই গোল্ডেন টিকিট দেওয়া হয়েছে।

তবে এবার আরও বিশেষ বিশেষ ৪ জনকে গোল্ডেন টিকিট দেওয়ার দাবি করছেন সুনীল গাভাস্কার। তিনি তাঁর লেখা কলামে বলেছে আর কারা এই টিকিট পাবেন সেটা তার জানা নেই। তবে যাদের দৌলতে ভারত চাঁদের মাটিতে পা রেখেছে তাদের এই টিকিট দেওয়া দেওয়া উচিত। এছাড়া ভারতের হয়ে যারা খেলবেন তাদের সবাইকে টিকিট দেওয়া সম্ভব না হলেও যে রাজ্যে খেলা হবে তাদের সংস্থার মাঠে ম্যাচ গুলো হবে তার সেই রাজ্যের সেরা ক্রিকেটারদের এই টিকিট দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনিকে এই টিকিট দেওয়া উচিত। এছাড়াও তিনি আরও বলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়াকেও এই টিকিট দেওয়া উচিত। অর্থাৎ এরাও মাঠে খেলা দেখতে এলে বিশেষ অতিথিদের মতই এদেরও আপ্যায়ন করা উচিত।

Related Articles