বিশ্বকাপে হার নিয়ে ফের মুখ খুললেন শামি, পরাজয়ের ধাক্কা মেনে নিতে পারেননি এখনও…
Shami opened his mouth again after losing in the World Cup, he still could not accept the shock of defeat

The Truth Of Bengal: বিশ্বকাপের ২৫ দিন পর শামি হার নিয়ে মুখ খুলেছিলেন । ফের তিনি এবিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন।কেন হার হয়েছে ভারতের কেন জিততে পারল না তা নিয়ে এখনো ভাবছেন শামি । ভাবছে টিম ইন্ডিয়া। সে বিষয়েই এবার ফের মুখ খুললেন।
বিশ্বকাপের ভরা ডুবির পর ১৪০ কোটি দেশবাসী দু:খে নিমজ্জিত হয়েছিল।কান্নায় ভেঙে পড়েছিল দেশবাসী । পরাজয়ের ধাক্কাটা মানতে পারেনি টিম ইন্ডিয়া সদস্যরা ও । সাজঘরে টিম ইন্ডিয়ার সদস্যরা কি করছিলেন ? বিশ্বকাপের এতদিন পর শেয়ার করেছিলেন শামি।এবার ফের তিনি মুখ খুললেন শামি । সাক্ষাৎকারে শামি বলেছেন,ভারত বিশ্বকাপের ফাইনালে হারার পর গোটা দেশ হতাশ ছিল। টিম ইন্ডিয়ার প্রত্যেকেই একশো শতাংশ দিয়েছিলেন ,যাতে ম্যাচের শেষ পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু সেটা হয়নি। সেই হার ব্যাখ্যা করার মতো ভাষাও তার কাছেও নেই। কোথায় ভুল হয়েছিল তা এখনও বুঝতে পারছেন না। এর আগে মে সাক্ষাৎকার দিয়েছিলেন শামি সেখানে তিনি বলেছেন সাজঘরে তারা কি করবেন বুঝতে পারছিলেন না। এই হারের পর প্রত্যেকেই ভেঙে পড়েছিলেন।শামির সতীর্থরা কেউ কেউ মন্তব্য করেছিল আরো ভালো পিচের দরকার ছিল । দশটা ম্যাচে জিতে ফাইনালে হারার যন্ত্রণাটা কেউ মানতে পারছিল না। সাজঘরে যখন সকলে মন মরা অবস্থায় বসে ছিলেন সেই সময় হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সকলকে উদ্বুদ্ধ করেছিলেন বলে উল্লেখ করেছেন শামি । দলের কোন খেলোয়াড়ই ভাবতে পারেনি যে প্রধানমন্ত্রী এসে হাজির হবে তাদের সামনে।
সেদিন বিশ্বকাপে টানা ১০ টা ম্যাচ জেতার পর ফাইনালে গিয়ে হার মানতে পারছিলেন না টিম ইন্ডিয়ার সদস্যরা। শামি সতীর্থদের সাথে কাটানো সেই কঠিন মুহূর্তটা এবার শেয়ার করেছেন। সেই অভিশপ্ত মুহূর্তটা কিভাবে তারা কাঁধে কাধ রেখে পার করেছিলেন তা উল্লেখ করেছেন ।
Free Access