খেলা

কোপা আমেরিকা পর্যন্ত কোচ পদে স্কালোনি

Scaloni as coach until Copa America

The Truth of Bengal: এ বছর অন্তত কোপা আমেরিকা শেষ হওয়ার আগে পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করবেন লিওনেল স্কালোনি। কোপা আমেরিকা আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হয়ে শেষ হবে ১৪ জুলাই। আর্জেন্টিনা এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লড়াই করবে। কোপা আমেরিকার আগে চীনে প্রীতি ম্যাচে আছে আর্জেন্টিনার।

একটি ইউরোপিয়ান দল এবং চীনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্ব চ্যাম্পিয়নরা। এসব ম্যাচ নিয়েই কথা বলার জন্য স্কালোনির সঙ্গে বসেছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। এই বৈঠকের পরই জানা গেছে, অন্তত কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার কোচ পদে থাকবেন স্কালোনি।

৪৫ বছর বয়সী স্কালোনি ২০১৮ সালে আর্জেন্টিনা কোচের দায়িত্ব নেন। ২০২১ সালে তাঁর হাত ধরে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। ১৯৮৬ বিশ্বকাপের পর সেটি ছিল আর্জেন্টিনার প্রথম বড় শিরোপা জয়। ২০২২ সালের ডিসেম্বরে কাতারে স্কালোনির হাত ধরে বিশ্বকাপও জিতে নেয় আর্জেন্টিনা।

Related Articles