ধোনি, বিরাট, রোহিত, রাহুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সঞ্জুর বাবার
Sanju's father makes serious allegations against Dhoni, Virat, Rohit, Rahul

Truth Of Bengal: দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে দারুণ ছন্দে ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। আন্তর্জাতিক ম্যাচে টানা দুটি সেঞ্চুরির তালিকায় প্রথম ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু। অথচ এই সঞ্জুই একটা সময় ভারতের জাতীয় দলে উপেক্ষিত ছিলেন। সঞ্জুর এই উপেক্ষিত থাকার মূলেই কয়েকজন সিনিয়র ক্রিকেটার ও কোচকে কাঠগড়ায় তুললেন সঞ্জুর বাবা বিশ্বনাথ স্যামসন। তাঁর অভিযোগের তালিকায় রয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় থেকে শুরু করে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।
সঞ্জুর বাবা তাঁর অভিযোগে জানান, আমার পুত্র সঞ্জু ২০১১ সাল থেকে পেশাদার ক্রিকেট খেলছে। এবং জাতীয় দলে ২০১৫ সালে জাতীয় দলে সুযোগ পায়। তারপর থেকে সঞ্জুকে আর জাতীয় দলে সুযোগ দেওয়া হয় না। এবং দেশের জার্সিতে সঞ্জুকে দ্বিতীয় ম্যাচ খেলতে অপেক্ষা করতে হয়েছে পাঁচ পাচটি বছর।
তিনি আরও জানান, ঘরোয়া টুর্নামেন্ট থেকে শুরু করে আইপিএল-র মতো মেগা ইভেন্টে ভালো পারফরম্যান্স করা সত্ত্বেও, সঞ্জুকে মূল জাতীয় দলে কখনও সুযোগ দেওয়া হয়নি। বরঞ্চ ওঁকে দ্বিতীয় সারির দলেই রেখে দিতে বেশি পছন্দ করতেন বিরাট-রোহিত-রাহুলরা। সঞ্জু প্রতিভাবান খেলোয়াড় হওয়া সত্ত্বেও প্রথম দলে সুযোগ না পাওয়ার কারণে এঁদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিশ্বনাথ স্যামসন।
সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে বিস্তারিত বলতে গিয়ে সঞ্জুর বাবার অভিযোগ করেন, একটা বা দুটো বছর নয়, এই তিন-চারজন ক্রিকেটার এবং কোচ মিলে আমার পুত্র সঞ্জুর ১০টা গুরুত্বপূর্ণ বছর নষ্ট করে দিয়েছে। কিন্তু ভাগ্য সহায় থাকায়, সঞ্জু সেই দুঃসময়ের বছরগুলি কাটিয়ে আবার ব্যাট হাতে স্বমহিমায় ফিরে এসেছে। বিশ্বনাথ স্যামসন উদাহরণ তুলে বলেন, সঞ্জু জাতীয় দলের জার্সি গায়ে সীমিত ওভারের যে ম্যাচগুলিতে এখন অবধি খেলতে পেরেছ তাঁর অধিকাংশ ম্যাচেই ছিলেন না ধোনি, কোহলি এবং রোহিতরা।
বিশ্বনাথের এই অভিযোগের ভিত্তিতে, ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছেন, ধোনি এবং সঞ্জু দুজনেই উইকেটরক্ষক। তাছাড়া সঞ্জুর উইকেটরক্ষক ছাড়া অন্য পজিশনে ফিল্ডিং করার অভিজ্ঞতা নেই। কাজেই সঞ্জুকে মাঠের বাইরে থাকা ছাড়া অন্য কোনও উপায় ছিল না। এখন দেখা যাক চলিত বছরের সীমিত ওভারের ক্রিকেটে সঞ্জুর এই পারফরম্যান্স ভবিষ্যতে তাঁকে জাতীয় দলের হয়ে টেস্টে সুযোগ করে দেয় না কি ফের উপেক্ষিত হয়েই থাকতে হয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। তা সময়ই বলবে।