অবসর নেবেন রোনাল্ডো! ভাইরাল বান্ধবী জর্জিনার বক্তব্য
Ronaldo will retire! Viral girlfriend Georgina's statement

The Truth Of Bengal : বয়স তার ৪০ ছুঁই ছুঁই। এবয়সে এসেও যে কোনো তরুন ফুটবলারকে অনায়াসে চ্যালেঞ্জ ছুড়তে পারেন রোনাল্ডো। তাঁর এই বর্ণময় কেরিয়ারে কবে নেবেন অবসর এই নিয়ে কম কথা হয়নি। এবিষয়ে এবার মুখ খুললেন তাঁর বান্ধবী রদ্রিগেজ। সম্প্রতি এক ফ্যাশন শোতে তিনি যোগ দিয়েছিলেন সেখানে রোনাল্ডোর নাম লেখা একটি পোশাক পড়ে চমকে দিয়েছিলেন তারপরেই তাঁর এই মন্তব্য। যা ভাইরাল। তিনি বলছেন আর এক বছর খেলবে তারপরে হয়তো দু বছরও খেলতে পারে তিনি জানেন না।
২০২২ বিশ্বকাপে পারফরম্যান্স একেবারেই ভাল হয়নি রোনাল্ডোর। তবে রোনাল্ডো ফের বিশ্বকাপে নামুন। নিজেকে প্রমাণ করুন চান সমর্থকেরা। সেরা পারফরম্যান্স দেখিয়ে তবেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চাইছেন পর্তুগিজ তারকা বলে আগেই জানা গিয়েছিল। নিজেকে ফের প্রমাণ করার জন্য বড় মঞ্চকেই বেছে নিতে চাইছেন ‘সি আর সেভেন’। সম্প্রতি রোনাল্ডো একটি মাইল ফলক স্পর্শ করেছেন। তা হলো ক্লাব ফুটবলে ৭৫০ গোল করেছেন তিনি । বয়স স্বাভাবিক ছন্দে বাড়ছে রোনাল্ডোর । সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার গোলের সংখ্যা , একের পর এক নজির গড়েছেন এবং সেই সঙ্গে রোনাল্ডো বিতরকেও জড়াচ্ছেন ।
সম্প্রতি বাজে অঙ্কভঙ্গি করার দরুণ তাকে সাসপেন্ডও হতে হয়েছে। সেসব কে বিশেষ আমল দেন না রোনাল্ডো । নজর রাখেন নিজের ফুটবলীয় দক্ষতার উপর। সেই দক্ষতা দিয়েই তিনি আজও ফিট। গোলের উপর গোল করেন তাক লাগান। তার বান্ধবীর করা মন্তব্যে কিছু স্পষ্ট না হলেও বেশ ভাইরাল হয়েছে এই বক্তব্য। যে বয়সে অনেকেই অবসরের পথে হাঁটেন । সে বয়সে রোনাল্ডো অবসর নিয়ে ভাবছেন না । তবে যে কদিন ফুটবল খেলবেন, আল-নাসেরের জার্সি গায়েই খেলবেন বলে জানা গেছে ।
FREE ACCESS