খেলা

ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচ খেলতে নাগপুরে পৌঁছলেন রোহিত-বিরাট

Rohit, Virat arrive in Nagpur to play ODI against England

Truth Of Bengal: ঘরের মাঠে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে দুরমুশ করে ৪-১ ব্যবধানে সিরিজ জয় করেছে টিম ইন্ডিয়া। এবার লক্ষ্য একদিনের সিরজেও এই ধারবাহিকতা বজায় রাখা। আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হচ্ছে প্রথম একদিনের ম্যাচ। সেই ম্যাচের জাতীয় দলের শিবিরে যোগ দিতে সোমবার সকালেই নাগপুর পৌঁছলেন অধিনায়ক রোহিত শর্মা ও দলের সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি।

এছাড়া ছিলেন ভারতীয় দলের আরও বেশ কিছু ক্রিকেটার। তাঁরা হলেন শুভমন গিল, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল। ভারতীয় ক্রিকেটাররা বিমানবন্দর থেকে বাইরে আসতেই উৎসাহী সমর্থকদের ভিড় জমে যায় বিমানবন্দর চত্ত্বরে। সূত্রের খবর, সোমবারই নাগপুর এসে পৌঁছনোর কথা রয়েছে ইংল্যান্ড দলেরও।

প্রসঙ্গত, চলতি মাসেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ এক কথায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতির পাশাপাশি দলের খেলোয়াড়দের পারফরম্যান্সও দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন কোচ গৌতম গম্ভীর। এদিকে টি-টোয়েন্টি সিরিজে ভারত ঘরের মাঠে ইংল্যান্ডকে দুরমুশ করলেও একদিনের সিরিজ জেতার জন্য দুই পক্ষের জোর লড়াই হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Related Articles